E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘রাজনৈতিক সদিচ্ছা থাকলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব’

২০১৪ আগস্ট ১০ ১৬:৪৭:৪৮
‘রাজনৈতিক সদিচ্ছা থাকলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব’

বান্দরবান প্রতিনিধি : দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে দেশ থেকে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। কেননা বাংলাদেশ একটি স্বাধীন গণতান্ত্রিক দেশ হিসাবে ক্ষমতায় গিয়ে সব সময় রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনা করেন।

এজন্য রাষ্ট্র ও জনগনকে দুর্নীতি নামের এই অভিশাপ থেকে মুক্তি দিবে কিনা এর সঠিক সিদ্ধান্ত রাজনৈতিক দল গুলোকেই নিতে হবে। আজ রবিার দুপুরে বান্দরবান জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনীময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্যসহ সেনাবাহিনী, জেলা ও উপজেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি সকল প্রতিষ্টানের উর্ধ্বতন কর্মকর্তারা।
মতবিনিময় সভায় তিনি আরো বলেন, জনসচেতনতার মাধ্যমে দুর্নীতির বিষবাষ্প সম্পর্কে সাধারণ মানুষের মাথায় ঢুকিয়ে দেয়া যায় তাহলে আস্তে আস্তেদুর্নীতির মাত্রা কমিয়ে আসবে। দেশে যদি এই কার্যক্রম চালু থাকে তাহলে এমন এক সময় আসবে কেউ দুর্নীতি করতে চাইলেও সে লজ্জা পাবে। নতুন প্রজন্মকে এই কাজের সাথে যুক্ত করতে প্রতিযোগিতাসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন। তিনি আরো বলেন, দুর্নীতিকে নিরুৎসাহিত করতে জেলায় জেলায় গণশুনানীর উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিক ভাবে এই কার্যক্রম ৫টি জেলায় শুরু হয়েছে। এই গণশুনানীর মাধ্যমে প্রত্যেক নাগরিক কমিশনের কাছে তার অভিযোগ সহজেই উত্থাপন করতে পারবে। এতে অভিযোগ প্রমানিত হলে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দুর্নীতি প্রতিরোধে সকলকে এগিয়ে এসে গণশুনানীতে অংশ নেয়ার অনুরোধ জানান তিনি।
(এএফবি/এএস/আগস্ট ১০, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test