E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ইউএনওর তথ্য বিভ্রাট 

চাটমোহর আরো একজনের করোনা শনাক্ত

২০২০ এপ্রিল ১৯ ১১:০৬:২১
চাটমোহর আরো একজনের করোনা শনাক্ত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে আরও একজনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। তার বাড়ি উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের সোনাবাজু ভিটাপাড়া গ্রামে। এ নিয়ে উপজেলার দু’টি ইউনিয়নে দুই যুবকের করোনা শনাক্ত হলো। দু’জনেই নারায়ণগঞ্জ ফেরত। রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান দ্বিতীয় রোগীর নাম পরিচয় নিয়ে তথ্য বিভ্রাটের কথা স্বীকার করেছেন। আগের তথ্যটি ভূল ছিল বলে তিনি জানান।

সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, আক্রান্ত ব্যক্তি নারায়নগঞ্জ ফেরত। তিনি একজন পোশাককর্মী। তার বয়স ৪০ বছর। গত বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হয়। রোববার সকালে তার ফলাফল এসেছে পজেটিভ। এর আগে প্রথম করোনা সনাক্ত হয় চাটমোহর উপজেলার বামনগ্রামের নারায়নগঞ্জ ফেরত যুবক (৩২)। সে পেশায় টাইলস্ মিস্ত্রী।

এদিকে করোনা আক্রান্ত দ্বিতীয় রোগীর নাম পরিচয় নিয়ে তথ্য বিভ্রাটের দেখা দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান শনিবার রাতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানিয়েছিলেন করোনা আক্রান্ত দ্বিতীয় ওই ব্যক্তির বাড়ি বামনগ্রামে। প্রথম আক্রান্ত হওয়া যুবকের বাবা। কিন্তু আজ রোববার সকালে জানা যায় করোনা আক্রান্ত ওই ব্যক্তি নন। তার বাড়ি চাটমোহরের হান্ডিয়াল গ্রামে।

হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেন জানান, গত ১৫ এপ্রিল রেজাউল নামের এক পোককর্মী নারায়নগঞ্জ থেকে হান্ডিয়ালে বাড়িতে আসেন। বাড়িতে আসার পরই বাড়িটি লকডাউন করে দেওয়া হয়। এনিয়ে গ্রামে আতংক ছড়িয়ে পড়ে। গত বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম রেজাউল করিমের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং নমুনা সংগ্রহ করেন।

বিষয়টি সম্পর্কে ইউএনও সরকার মোহাম্মদ রায়হান জানান, আসলে সিভিল সার্জন অফিস থেকে রোগীর নাম জানিয়েছিল। একই নাম হওয়ার কারণে তথ্য বিভ্রাট হয়েছে। পরে রোববার সকালে আপডেট জানানো হয়েছে রোগীর নাম এক হলেও তার বাড়ি আলাদা গ্রামে। আগের তথ্যটি ভূল ছিল। আসলে কাজ করতে গেলে তো একটু ভূল হয়ই এমন মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, জেলার প্রথম করোনা সনাক্ত হয় চাটমোহর উপজেলার বামনগ্রামে। প্রথম আক্রান্তের ১৩ জন আত্মীয়-স্বজনের নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছে। প্রথম রোগী সনাক্ত হবার পর তাকে ঢাকা চীন-মৈত্রী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। চাটমোহর উপজেলা লকডাউন ঘোষনা করেন প্রশাসন।

(এস/এসপি/এপ্রিল ১৯, ২০২০)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test