E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বলিয়াদী বাজারে দ্রব্যমূল্য উর্দ্ধমূখী, নেই সামাজিক দূরত্ব মানার বালাই

২০২০ এপ্রিল ১৯ ১৩:১৩:০০
বলিয়াদী বাজারে দ্রব্যমূল্য উর্দ্ধমূখী, নেই সামাজিক দূরত্ব মানার বালাই

ইন্দ্রজিৎ সাহা, কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈর উপজেলাধীন বলিয়াদী বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমবর্ধমানভাবে বেরেই চলেছে। চাল, আটা তেল সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। এছাড়া মানা হচ্ছেনা সামাজিক দূরত্ব। আজ সকালে ঝুমা স্টোরে খোলা আটার দাম জানতে চাইলে বত্রিশ টাকা কেজি চায় দোকনি অথচ কয়েকদিন আগেই একই আটা ছাব্বিশ টাকা করে বিক্রি হচ্ছিল।

তাছাড়া সামাজিক দূরত্ব রাখার ব্যবস্থা নেই কেন জানতে চাইলে সে লোকাল আওয়ামীলীগ নেতাকে ফোন দিয়ে প্রতিবেদক কথা বলতে বলে। একপর্যায়ে দোকানীকে পাঁচ কেজি আটা বত্রিশ টাকা দরে মেমো করে দিতে বললে সে অপারগতা প্রকাশ করে এবং প্রতিবেদকের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এ সময় পাশের দোকানদার নারায়ণ সাহার প্ররোচনায় তার ছেলে রনি সাহা (২২) প্রতিবেদকের সাথে উত্তেজিত ভাবে তর্কে লিপ্ত হয়।

পরে প্রতিবেদক মোবাইল ফোনে কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাজী হাফিজুল আমিন কে বিষয়টি অবহিত করলে তিনি খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান।

(ওএস/এসপি/এপ্রিল ১৯, ২০২০)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test