E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জ থেকে ধানকাটা  শ্রমিক চলনবিল অঞ্চলে প্রেরণ

২০২০ এপ্রিল ২০ ১৬:০১:২৫
গোবিন্দগঞ্জ থেকে ধানকাটা  শ্রমিক চলনবিল অঞ্চলে প্রেরণ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ হতে ধান কাটার উদ্যোশে চলনবিল এলাকায় শ্রমিক প্ররণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ থানা মসজিদ মাঠে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে একটি বিশেষ বাসে ২২জন শ্রমিককে চলনবিল এলাকায় পাঠানো হয়। 

জানা গেছে, গাইবান্ধার পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলামের সার্বিক সহযোগিতায় ও গোবিন্দগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তৈরিকৃত তালিকা হতে ২২ জন ধানকাটা শ্রমিকের প্রথম দলকে জেলা পুলিশের দেয়া একটি বিশেষ বাসে করে নাটোর জেলার সিংড়া থানার চলনবিল অঞ্চলে পাঠানো হলো।

প্রেরণের আগে সকল শ্রমিককে গোবিন্দগঞ্জ থানা মসজিদ মাঠে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে করোনা ভাইরাস সংক্রান্ত প্রয়োজনীয় ব্রিফিং দেয়া হয় এবং সকল শ্রমিককে থানার পক্ষ হতে দুটি করে সৌজন্য মাস্ক বিতরণ করা হয়।
কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, উপজেলা কৃষি অফিসার জনাব খালেদুর রহমান, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, টিআই নূর রুহুল, ইন্সপেক্টর (তদন্ত) আফজাল হোসেন।

উল্লেখ্য যে, নাটোরের চলনবিল সহ দেশের বিভিন্ন এলাকায় বোরো মৌশুমে হাজার হাজার হেক্টর জমির ধান কাটা- মাড়াইয়ের জন্য প্রতিবছর এই এলাকা থেকে হাজার হাজার শ্রমিক দেশের বিভিন্ন এলাকায় যেয়ে থাকে। কিন্তু করোনার কারনে অনেক জেলায় লকডাউন থাকায় এসব ধানকাটা শ্রমিক ওইসব এলাকায় যেতে পারছেনা। সেই সাথে ওইসব এলাকায় ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ কারণে কৃষি সেক্টরকে সচল রাখার নিমিত্তে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই কার্যক্রম চালু করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।

(ওএস/এসপি/এপ্রিল ২০, ২০২০)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test