E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফোন পেয়েই হাজির হয় ত্রাণ টিম!

মোটর সাইকেল নিয়ে বাড়িবাড়ি খোঁজ নেন এমপি ফিরোজ 

২০২০ এপ্রিল ২২ ১৮:৫২:৪২
মোটর সাইকেল নিয়ে বাড়িবাড়ি খোঁজ নেন এমপি ফিরোজ 

পাবনা প্রতিনিধি : নিজে সংক্রমণ হবেন এমননি না ভেবে নির্বাচনী এলাকার সবশ্রেণির মানুষ কেমন আছেন এই মহাপ্রাণঘাতি করোনা ভাইরাসে। তাইতো পুরোটা সময় এখন ব্যয় করছেন করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি কর্মহীন, অসহায়, দুস্থ, দরিদ্র-হতদরিদ্র এবং মধ্যবিত্ত আয়ের মানুষগুলোর খোঁজখবর নেন। আর তৎপর রয়েছেন তার ত্রাণ টিম। মোবাইলে ফোন পাওয়ার সাথে সাথে ত্রাণ টিম ছুটে যাচ্ছেন সেই বাড়িতে। পৌছে দিচ্ছেন ত্রাণ সামগ্রী। সরকারের ডাক, তার ও টেলিযোগাযোগ এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এমনই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন করোনা দূর্গত মানুষের জন্য।

এছাড়াও তিনি স্বেচ্ছাসেবক টিম গঠন, বিভিন্ন জায়গায় সামাজিক তহবিল গঠন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়িক শ্রেণির সাথে বৈঠক ও নিয়মিত মনিটরিং অব্যাহত রেখেছেন।

নাজিরগঞ্জের মোহনপুর গ্রামের বয়স্ক নারী রিজিয়া বেগম, সেলিনা খাতুন, পছাত্তর বছরের ওহাব সরদার, সত্তর বছরের আজিম উদ্দিন মন্ডল বলেন, ‘ভোট যকন আসে, তকন চিয়ারমিন, মেম্বর আসে ভোট চাবির। তারপর সব ভুলি যাই। শুনিছি করোনা আয়ছে। ওই রোগ নাকি ছুয়াছি। তারপরও ছুঁটি আয়ছে এমপি সাহেব। ওটাতো আমারে তফিজির বেটা ফিরোজ। হোন্ডা লিয়ি আসি খবর লেছে চাচি চাচা তুমারে খাবার আছে। নেই শুনিই মোবাইলি কাক যিনি কলো। টককরেই খাবার লিয়ি আসি হাজির হয়ি গেল। আমরা এম্বা এমপিই চাই। যে আমারে দুককুর কতা বোঝে।’

ভোটের সময়ে চেয়ারম্যান মেম্বররা আসে। পরে আর খোঁজখবর নেয়না। এমপি সাহেব এসেছেন নিজে ত্রাণ নিয়ে। আমরা খুব খুশি। তার আগে এমপি সাহেব হোন্ডা লিয়ি বাড়িত বাড়িত আইছিলি।

এমপি আহমেদ ফিরোজ কবির বলেন, জনগণের ভোটেই জনপ্রতিনিধি হওয়া যায়। জনগণকে বাদ দিয়ে কিছু করাটা জনপ্রতিনিধির কাজ নয়। যাদের ভোটে নির্বাচিত হয়েছি। তাদের খোঁজখবর রাখাটা আমার নৈতিকতার মধ্যেই পড়ে। যেমনটি প্রয়াত সাংসদ আমার বাবা আহমেদ তফিজ উদ্দিনের কাছ থেকে এই শিক্ষাই পেয়েছি।

আহমেদ ফিরোজ কবির বলেন, করোনা দূর্যোগ মোকাবিলা আমাদের সবারইকে করতে হবে। এ জন্য সামাজিক দুরত্ব বজায় রেখে ঘর থেকে বের না হয়ে সুরক্ষা নিশ্চিত করতে হবে। এর বিপরীতে গেলেই আমাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনবো ঘরে, পরিবারে। পাড়া-মহল্লায়। তিনি বলেন, এলাকা এলাকা ঘুরছি। সাধারণ মানুষকে সচেতন করছি। অপরিচিত লোকজন যেন এলাকায় ঢুকতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে আহবান জানাচ্ছি।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ না খেয়ে থাকে সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজনের চেয়েও অতিরিক্ত ত্রাণ সহায়তা বরাদ্দ দিয়েছেন। এগুলো সুষ্ঠুভাবে সঠিক মানুষের ঘরে পৌঁছাচ্ছে কিনা সেটা আমাকে, আপনাকেই দেখতে হবে। অসৎ, দূর্নীতিপরায়ন, অসাধুদের ধরিয়ে দিতে হবে আইনের কাছে। কর্মহীন, দরিদ্র-হতদরিদ্র, দুস্থ, অসহায় মানুষের জন্য ত্রাণ সহায়তা অব্যাহত আছে। কেউ না খেয়ে থাকবে না। তিনি সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এমপি আহমেদ ফিরোজ কবির।

(পিএস/এসপি/এপ্রিল ২২, ২০২০)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test