E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আতাইকুলা ইউনিয়নে ৯৪০ পরিবারে খাদ্য সহায়তা দিয়েছে স্কয়ার

২০২০ এপ্রিল ২৩ ১৮:৩৮:৫৩
আতাইকুলা ইউনিয়নে ৯৪০ পরিবারে খাদ্য সহায়তা দিয়েছে স্কয়ার

পাবনা প্রতিনিধি : পাবনার আতাইকুলা ইউনিয়নের ৯৪০ পরিবারের দরিদ্র, হতদরিদ্র, দুস্থ, অসহায় ও করোনা দূর্যোগের কারনে কর্মহীন ঘরবন্দী মানুষের মধ্যে খাদ্য সহায়তা দেয়া হয়।

বৃহস্পতিবার দেশের খ্যাতনামা শিল্প গ্রুপ স্কয়ারের সহায়তায় ও পাবনা জেলা যুবলীগের আয়োজনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আতাইকুলা ইউনিয়ন মাঠে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা যুবলীগের আহবায়ক, বিশিষ্ট শিল্পপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, আতাইকুলা ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান, যুবলীগ সদস্য শেখ রনি,শাকিল,লালু সহ দলীয় এবং স্থানীয় নেতৃবৃন্দসহ সুধীজনেরা।

জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি বলেন, মহাপ্রাণ ঘাতি করোনা ভাইরাসে দূর্গোত মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে দেশের খ্যাতনামা শিল্পগ্রুপ স্কয়ার। করোনা কালীন এই দূর্যোগে স্কয়ার তাদের এই কার্যক্রম অব্যাহত রাখবে।

(পিএস/এসপি/এপ্রিল ২৩, ২০২০)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test