E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রংপুরে ৩ জনসহ বিভাগে নতুন করে আক্রান্ত ৬

২০২০ এপ্রিল ২৪ ২৩:৪৪:৪৭
রংপুরে ৩ জনসহ বিভাগে নতুন করে আক্রান্ত ৬

রংপুর প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় রংপুরে আরও ৬ জনসহ এ বিভাগে ৭৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 

এরমধ্যে শুধু মাত্র রংপুর জেলাতেই ৬জন এবং বাকী অপর ৭ জেলায় ৫৬ জন। জানা গেছে, রংপুওে যে ৩ জনের দেহে রয়েছে করোনা ভাইরাস পাওয়া গেছে, তারা সকলেই রংপুরের সোনালী ব্যাংক, মহিলা শাখার কর্মকর্তা- কর্মচারি। এর আগে বৃহস্পতিবারও ব্যাংকের ওই একই শাখার আরও একজন নারী কর্মচারীর দেহে ভাইরাস ধরা পড়ায় এ নিয়ে ওই ব্যাংকে এ পর্যন্ত ৪জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হলো।

ব্যাংকের একটি সূত্র জানায়, গত বুধবার ব্যাংকের এক কর্মচারির দেহে প্রথম উপসর্গ দেখা দেয়ার পরপরই ৭ জনের দেহে একই উপসর্গ দেখা দেয়। পরে ব্যাংকের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করে ওই ৭জনের উপসর্গ সংগ্রহ করে সিভিল সার্জন।

সিভিল সার্জন ডা. হিরোম্ব কুমারা রায় জানান, ৭জনের মধ্যে ৪জনের দেহে বাইরাস নিশ্চিত হয়েছে। বাকী ৩ জনের বিষয়ে এখনো রিপোর্ট আসেনি। আরও যে ৩জন আক্রান্ত হয়েছেন তাদেও মধ্যে রয়েছে গাইবান্ধার পলাশবাড়ির ১জন, গোবিন্দগঞ্জের ১জন এবং কুড়িগ্রামের চিলমারীর ১জন। এদিকে গত বুধবার থেকেই সোনালী ব্যাংকের ওই মহিলা শাখাটি লক ডাউন করে রাখা হয়েছে।

(এমএস/এসপি/এপ্রিল ২৪, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test