E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনালী ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলায় দুই জনের ১০ বছর কারাদন্ড

২০১৪ আগস্ট ১০ ১৯:৫২:৫০
সোনালী ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলায় দুই জনের ১০ বছর কারাদন্ড

নাটোর প্রতিনিধি : চেক জালিয়াতি করে নাটোর সোনালী ব্যাংকের ২৩ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় মইনুল ইসলাম ও আজিজুর রহমান নামে দুই ব্যাংক কর্মকর্তাকে দশ বছর করে সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার নাটোরের অতিরিক্ত দায়রা জজ রহিবুল ইসলাম এই রায় প্রদান করেন।

মামলার অপর দুই আসামী ব্যাংকের জৈষ্ঠ্য কর্মকর্তা আশরাফুল আলম ও মতিউর রহমানকে বেকুসর খালাস প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা বর্তমানে পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানাযায়, রবিবার বিকেলে আদালত নাটোর সোনালী ব্যাংকের ২৩ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। অতিরিক্ত দায়রা জজ রহিবুল ইসলাম রায়ে মামলার পলাতক আসামি মইনুল ইসলাম ও আজিজুর রহমানকে ১০ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দেন। একই সাথে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে তাদের প্রত্যেককে আরও এক বছর সাজা ভোগ করতে হবে। তাদের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়। গ্রেফতার হওয়ার দিন থেকে তাদের সাজার মেয়াদ শুরু হবে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক ব্যাংকের জৈষ্ঠ কর্মকর্তা আশরাফুল আলম ও মতিউর রহমানকে বেকুসর খালাস প্রদান করেন।

উল্লেখ্য, ২০০২ সালের পহেলা আগষ্ট দন্ডপ্রাপ্ত আসামিরা সোনালী ব্যাংক নাটোর প্রধান শাখা থেকে চেক জালিয়াতি করে ২৩ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপক এস এম রেজাউল হক বাদী হয়ে চারজনকে আসামি করে নাটোর সদর থানায় মামলা দায়ের করেন।

নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর আব্দুল হাই রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

(এমআর/অ/আগস্ট ১০, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test