E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আমতলীতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর অর্থায়নে ত্রাণ বিতরণ

২০২০ এপ্রিল ২৭ ১৮:২৯:৪৩
আমতলীতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর অর্থায়নে ত্রাণ বিতরণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনা জেলার আমতলীতে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি তার নিজস্ব অর্থায়নে ৫০ পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করিয়েছেন। 

সোমবার সকাল ১১ টায় সামজিক দূরত্ব বজায় রেখে উপজেলার কালিবাড়ি গ্রামে এ ত্রান বিতরণ করা হয়েছে।

আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ি গ্রামের সেকান্দার মৃধার পুত্র মোঃ জাকির হোসেন রাজু নারায়নগঞ্জ শহরে কাপড়ের ব্যবসা করেন। গত ০৬ এপ্রিল তিনি নারায়নগঞ্জ থেকে স্বপরিবারে আমতলীতে গ্রামের বাড়ি আসেন। গত ১৩ এপ্রিল তার শারীরিক অসুস্থতা দেখা দিলে তিনি গত ১৫ এপ্রিল আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করেন। ১৮ এপ্রিল রাতে তার করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। পরবর্তীতে তার স্ত্রীও করোনা ভাইরাস পজিটিভ হন।

এ ঘটনায় আমতলী উপজেলা প্রশাসন রাজুর বাড়ি সহ আশেপাশের ১৩টি বাড়ি লকডাউন করে। লকডাউনকৃত বাড়িগুলোর লোকজন দরিদ্র হওয়ায় তাদের খাদ্য সংকট দেখা দেয়। এ অবস্থায় এগিয়ে আসেন মোঃ জাকির হোসেন রাজু। তিনি তার নিজস্ব অর্থায়নে লকডাউনের বাইরে থাকা তার স্বজনদের মাধ্যমে ৫০ পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করিয়েছেন। প্রত্যেক পরিবারকে ৩ কেজি চাল, এক কেজি আলু, আধা কেজি ডাল, ১ কেজি লবণ ও ১টি সাবান দেয়া হয়।

মোঃ জাকির হোসেন রাজু বলেন, এই মানুষগুলো আমার জন্য আজ বিপদগ্রস্থ। তাই আমার সীমিত সামর্থ নিয়ে চেষ্টা করেছি তাদের পাশে দাড়াতে তাদের সাহায্য করতে।

(এন/এসপি/এপ্রিল ২৭, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test