E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে আরো সাতজন করোনা আক্রান্ত

২০২০ এপ্রিল ২৭ ২২:৫৭:১৪
ঠাকুরগাঁওয়ে আরো সাতজন করোনা আক্রান্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে আজ করোনায় ভাইরাসে আরও সাতজন সনাক্ত হয়েছে । এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাড়ােলা ১৫ জন। এছাড়া ২৪ ঘন্টায় জেলা থেকে ১২ জনের নতুন নমুনা পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। 

সোমবার বিকেলে রংপুর বিভাগের অধ্যক্ষ নুরুননবী লাইজু এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ রংপুর মেডিকেল কলেজে ১৮৮ জনের পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়।

এর মধ্যে রংপুর সদরে ৫ জন, তারাগঞ্জ ৩ জন, বদরগঞ্জ ১ জন, পঞ্চগড় দেবীগঞ্জ ২ জন দিনাজপুর, হাকিমপুর ১ জন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২ জন বালিয়াডাংগীতে ১ জন ও হরিপুরে ৪ জন সনাক্ত হয়েছে।

তবে এদের মধ্যে পুরাতন শনাক্ত হওয়া রোগীর নমুনায় আবারো করোনা সনাক্ত হয়েছে কি না তা বলা যাবে জেলা সিভিল সার্জনের কাছে পাঠানো মেইল থেকে।

গেল ২৪ ঘন্টায় আরো ১২ জন রোগীর কাছ থেকে নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ । তা পাঠানো হয়েছে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে।

এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার জানান, আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করছি। আজ ঠাকুরগাঁওয়ে করোনা সনাক্ত হয়েছে সাত জনের। তবে মেইল পেলে বলা যাবে এরা সবাই নতুন রোগী নাকি আগের সনাক্ত হওয়া রোগী।

কারন প্রথমে করোনা সনাক্ত হওয়ার পর আবারো ৭ দিন পর ওই রোগী ভাল হয়েছে কি না তা জানতে আবারো নমুনা প্রেরণ করতে হয়। বিস্তারিত মেইল পেলে জানানো হবে।

(এফআর/এসপি/এপ্রিল ২৭, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test