E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে করোনায় কিশোরের মৃত্যু 

২০২০ এপ্রিল ২৮ ১৪:৪৭:৫০
গোবিন্দগঞ্জে করোনায় কিশোরের মৃত্যু 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রথম করোনায় রিয়াদ বাবু (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার শাখাহার ইউনিয়নের আলীগ্রামের শাহারুল ইসলামের ছেলে।

জানা গেছে, রিয়াদবাবু প্রায় দু' বছর আগে মটরসাইকেল দুর্ঘটনায় মাথায় আঘাত প্রাপ্ত হয়। এর ফলে সে আংশিক স্মৃতি শক্তি হারিয়ে ফেলে এবং মাঝেমধ্যে সে অসুস্থ হয়ে পরে। যার প্রেক্ষিতে প্রায় তার চিকিৎসা করাতে হয়। রিয়াদের বাবা-মা উভয়ই সাভার পল্লী বিদ্যু এলাকায় বাসা ভাড়া নিয়ে ১০ বছরের এক মেয়ে সহ বসবাস করত। তার মা গার্মেন্টসে এবং বাবা ঐ এলাকায় কৃষি কাজ করত। সারাদেশে করোনা ছড়িয়ে পরলে রিয়াদের বাবা-মা ও মেয়ে সহ গত ২০ এপ্রিল বাড়ি আসলে তারা ছেলে রিয়াদের সাথে মেলামেশা করে এবং সম্ভবত বাবা-মায়ের শরীরের বহন করা করোনা ভাইরাস অসুস্থ ছেলে রিয়াদের শরীরে ছড়িয়ে পরে।

এর প্রেক্ষিতে রিয়াদ গত ২৪ এপ্রিল অসুস্থ হয়ে পরলে গত ২৫ এপ্রিল আগের দুর্ঘটনাজনিত অসুস্থ মনে করে বাবা ও চাচা এ্যম্বুলেন্সে করে রিয়াদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণ পর রিয়াদ মারা যায়। চিকিৎসাধীন অবস্থায় ডাক্তারের সন্দেহ হলে তারা রিয়াদের স্যাম্পল সংগ্রহ করে টেস্টের জন্য পাঠায়। এরপর বিভিন্ন প্রক্রিয়ান্তে বিকেলে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করলে পরিবারের লোকজন মৃত রিয়াদকে নিজ বাড়িতে এনে দাফন করে।

এরপর গত ২৭ এপ্রিল সোমবার রাত সাড়ে ৯টার দিকে রিয়াদের করোনা পজিটিভ রিপোর্ট আসলে এলাকায় তোলপাড় শুরু হয়ে যায়।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন রিয়াদ বাবুর সংস্পর্শে আসা সকলকেই হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে এবং তারা আইনশৃংখলা বাহিনীর নজরদারিতে রয়েছে।

তাৎক্ষণিকভাবে গাইবান্ধার পুলিশ সুপার, সিভিল সার্জন, ও গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএন্ডএফপিও ও গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিলে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ঐ পরিবারের সাথে যোগাযোগ করে রিয়াদের সংস্পর্শে আসা প্রায় ৫০ জনকে সনাক্ত করে হোম কোয়ারান্টাইন করা হয়।

(এসআরডি/এসপি/এপ্রিল ২৮, ২০২০)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test