E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মাগুরায় ১০ টাকার সদাইয়ের দোকান চালু

২০২০ এপ্রিল ২৯ ১৬:৩৫:৫৫
মাগুরায় ১০ টাকার সদাইয়ের দোকান চালু

দীপক চক্রবর্তী, মাগুরা : প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাগুরার ঘরবন্দি হয়ে পড়া অসহায় শ্রমজীবী ও স্বল্পআয়ের মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ত্রিমাত্রিক ফাউন্ডেশন নামে একটি সংগঠন। মাগুরা থেকে ২০০৩ সালের এসএসসি পাস করা যুবকেরা এ সংগঠন পরিচালনা করছে। তারা মাগুরায় ১০ টাকার সদাই নামে একটি দোকান চালু করেছে। প্রথম পর্যায়ে তারা মাগুরা পৌরসভার বিভিন্ন এলাকার জন্য চালু করেছে এ দোকান। যেখানে পৌরসভার ৯টি ওয়ার্ডে মাত্র ১০ টাকায় দেয়া হবে ২ থেকে ৫ কেজি চাল, ১ কেজি আটা, ২৫০ গ্রাম খেজুর ও ২৫০ গ্রাম চিনি। এ পর্যন্ত তারা ৭,৮ও ৯ নং ওয়ার্ডে প্রায় ২শ পঞ্চাশ পরিবারের কাছে ১০ টাকার সদাই পৌছে দিয়েছে ।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার ৬নং ওয়ার্ডে তাদের কার্যক্রম চলে। এ কাজে সমন্বয়ক মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা জানান, তাদের উদ্যোগে গড়া ত্রিমাত্রিক ফাউন্ডেশনের মাধ্যমে পুরো রমজান ও করোনা পরিস্থিতি জুড়ে চলবে এ কার্যক্রম।

তিনি বলেন, আমরা কারো কাছে গিয়ে সাহায্য চাচ্ছি না। যদি কেউ স্বেচ্ছায় সহযোগী হতে চায়, আমরা তাদের সহযোগিতা গ্রহণ করছি। সমাজের মানবিক ব্যক্তিদের সহযোগিতায় করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে আমাদের এ কার্যক্রম।

ইতোমধ্যে, মাগুরায় ১০ টাকার সদাই দোকান মানুষের মধ্যে বেশ সাড়া ফেলেছে। বর্তমানে অনেক নিন্মআয়ের ও মধ্যবিত্ত মানুষ কর্মহীন হয়ে পড়েছে । এ অবস্থায় সামাজিক দুরত্ব মেনে তারা ১০ টাকার বিনিময়ে এ সকল নিত্য প্রয়োজনিয় পন্য কিনতে পেরে অনেক খুশি।

(ডিসি/এসপি/এপ্রিল ২৯, ২০২০)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test