E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে বরিশাল ছাড়া করার হুমকি, জিডি

২০২০ মে ০৪ ১৮:৪৩:০৮
নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে বরিশাল ছাড়া করার হুমকি, জিডি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : টিসিবির ডিলারের ব্যবসার ক্ষতি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে বরিশাল ছাড়া করার হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। টিসিবি’র বরিশাল শাখার ডিলার মশিউর রহমান রবিবার রাতে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

ওইদিন রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাজিব আহমেদ। সূত্রমতে, ২ মে বিকেলে মিনি ট্রাকে করে নগরীর সোনামিয়ার পুল বাজারে টিসিবি’র ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করছিলেন ডিলার মশিউর রহমান। এসময় রবিউল ইসলাম রিপন নামের স্থানীয় এক ব্যক্তি পণ্য বিক্রয়ে বাঁধা দিয়ে জানতে চায় কার অনুমতি নিয়ে পণ্য বিক্রি হচ্ছে এবং বাজার কমিটির অনুমোদন কেন নেয়া হয়নি। এক পর্যায়ে ডিলার ও ট্যাগ অফিসারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে শারিরীকভাবে লাঞ্ছিত করে রবিউল ইসলাম রিপন।

খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে সার্বিক দিক বিবেচনা করে রবিউল ইসলাম রিপনের অপরাধ আমলে নিয়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

সূত্রে আরও জানা গেছে, ৩ মে বিকেলে একটি মোবাইল নম্বর থেকে ডিলার মশিউর রহমানের ফোনে পরিচয় গোপন করে এক ব্যক্তি ফোন করে অকথ্যভাষায় গালিগালাজসহ তার (ডিলার) ব্যবসার বারোটা বাজানোসহ ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল হুদাকে বরিশাল ছাড়া করার হুমকি দেয়া হয়।

উল্লেখ্য, ভ্রাম্যমান আদালতে দন্ডপ্রাপ্ত রবিউল ইসলাম রিপন পেশায় একজন আইনজীবী। যাকে রবিবার জামিন দেয়া হয়েছে। অপরদিকে আইনজীবী এ্যাডভোকেট রবিউল ইসলাম রিপনকে দেয়া সাত দিনের কারাদন্ডের আদেশ নির্বাহী আদেশে স্থগিতসহ মোবাইল কোর্টের ক্ষমতার অপব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে ইমেল ও কুরিয়ার মাধ্যমে লিগ্যাল নোটিশ দিয়েছেন একজন আইনজীবী। এ নোটিশ পাঠিয়েছেন আইনজীবীদের সংগঠন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এ্যাডভোকেট এসএম জুলফিকার আলী জুনু।

(টিবি/এসপি/মে ০৪, ২০২০)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test