E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মদনে হালনাগাদ ভোটার তালিকার কার্যক্রম শুরু

২০১৪ আগস্ট ১১ ১৪:১৯:৩৮
মদনে হালনাগাদ ভোটার তালিকার কার্যক্রম শুরু

মদন (নেত্রকোণা)  প্রতিনিধি : গত রবিবার ১০ই আগষ্ট নেত্রকোণার মদন উপজেলার পৌরসভাসহ ৮টি ইউনিয়নে হালনাগাদ ভোটার তালিকা তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে।  
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পূর্বের যারা ভোটার হয়নি এবং যাদের বয়স বর্তমানে ১৮ হয়েছে তাদেরকে অন্তুভুক্ত করার জন্য এ কার্যক্রম শুরু হয়েছে।

হালনাগাদ ভোটার তালিকা তথ্য সংগ্রহের জন্য ৮১জন শিক্ষক তথ্য সংগ্রহকারী ও ১৯জন প্রধান শিক্ষক সুপারভাইজার হিসাবে কার্যক্রম চালিয়ে যাবে। ১০ আগষ্ট থেকে ২০ আগষ্ট পর্যন্ত তথ্য সংগ্রহ চলবে এবং ২২ আগষ্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত পৌরসভাসহ ৮টি ইউনিয়নে ১১টি কেন্দ্রে ছবি তোলা হবে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জামান হোসেন চৌধুরী জানিয়েছেন। এ উপজেলায় ৯৭ হাজার ৬শ ৭০জন ভোটার বিদ্যমান রয়েছে।
(এএমএ/এএস/আগস্ট ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test