E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাবনা-৪ আসনের উপনির্বাচনে আ. লীগের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী আব্দুল আলীম

২০২০ মে ০৭ ১৬:৫৩:০৮
পাবনা-৪ আসনের উপনির্বাচনে আ. লীগের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী আব্দুল আলীম

প্রবীর সাহা, পাবনা : বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা পর্ষদের সদস্য, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক, ৯০’র গণঅভ্যুত্থানের আপোষহীন ছাত্রনেতা, ডুয়েট ছাত্রলীগের সাবেক সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, রাজনীতিবীদ, মেগা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক  প্রকৌশলী মো. আব্দুল আলীম। 

পাবনার ঈশ্বরদীর এই কৃতি সন্তান আসন্ন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন প্রকৌশলী মো. আব্দুল আলীম। ১/১১ তে জননেত্রী শেখ হাসিনার কারামুক্তির আন্দোলনে যখন অধিকাংশ নেতারা নিজেকে রক্ষায় সুরক্ষিত অবস্থানে চলে যান। সে সময়ে রাজপথে অগ্রণী ভূমিকায় ছিলেন ছাত্রনেতা আব্দুল আলীম। দলের নিবেদিত একজন কর্মি হিসেবে দলের সভাপতি পাবনা-৪ আসনের উপনির্বাচনে আব্দুল আলীমকেই দলীয় মনোনয়ন দেবেন এমন প্রত্যাশা নিয়েই নির্বাচনী এলাকার মাঠ চষছেন প্রকৌশলী আব্দুল আলীম।

প্রকৌশলী আব্দুল আলীমের একাধিক অনুসারীর সাথে আলাপকালে তারা বলেন, ছাত্রাবস্থায় আওয়ামীলীগের ত্যাগী নেতা হিসেবে আব্দুল আলীমকে বাদ রেখে ভাবা যায় না। এই নির্বাচনী এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনকল্যাণকর সব ধরণের কর্মকান্ড বাস্তবায়নে এবং সর্বশ্রেণির মানুষের কল্যাণে প্রকৌশলী আব্দুল আলীমের বিকল্প নেই। নেতাকর্মি ও সাধারণ মানুষের আপদে বিপদে নিজেকে বিপন্ন করে সবসময়ে এগিয়ে আসেন এবং খোঁজ খবর নেন জনদরদী এই নেতা আব্দুল আলীম। আসন্ন উপনির্বাচনে এমপি হিসেবে আমরা আব্দুল আলীমকে দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবী জানাই দলের প্রধানসহ সংশ্লিষ্টজনদের নিকট।

খোঁজ নিয়ে জানা যায়, আব্দুল আলীম জন্মগত ভাবেই আওয়ামীলীগ পরিবারের সন্তান। কৈশোর থেকেই আওয়ামীলীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৯১ সালে দাশুড়িয়া এমএম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। এরপর ভর্তি হন পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট-এ। সে সময়ে তিনি ছাত্র সংসদে ছাত্রলীগ থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। পরে জেলা ছাত্রলীগের সদস্য নির্বাচিত হন। ১৯৯৪ সালে পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট থেকে সারাদেশে মেধাতালিকায় তৃতীয় স্থান অর্জন করে ভর্তি হন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বিআইটি ঢাকায় প্রচার সম্পাদক হয়ে ছাত্র সংসদে ছাত্রলীগের জিএস পদে নির্বাচন করে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হন। এরপর তিনি ডুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এছাড়াও ডুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ার পাশ করেন। বুয়েট থেকে সম্পন্ন করেন এমএসসি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএও সম্পন্ন করেন মেধাবী এই ছাত্রনেতা। বর্তমানে তিনি মেগাগ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও আরবান গ্রুপের পরিচালক। তিনি নিউজপোর্টাল মেগানিউজটুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক। প্রকৌশলী পেশায় নিজেকে ন্যাস্ত করার পর আব্দুল আলীম বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সদস্য এবং ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট অব বাংলাদেশের সাধারণ সম্পাদক।

প্রকৌশলী আব্দুল আলীম বলেন, ডুয়েটে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার পর ২০০১ সালে বিএনপি জামাতের সন্ত্রাসীরা আমার উপর হামলা চালিয়ে নির্মম নির্যাতন করে। শুুধু তাই নয়, তারা আমার ডান হাত ও বাম পা ভেঙে দেয়। গাজীপুরের আহসান উল্লাহ মাষ্টার, এডভোকেট রহমত উল্লাহসহ অনেক নেতাই এই নির্যাতনের প্রত্যক্ষদর্শী। আমার বিশ্বাস সে দিনের কথা জননেত্রী মনে রেখেছেন। বিএনপি ভেবেছিল আমি মারা গেছি এই ভেবে সন্ত্রাসীরা আমাকে ড্রেনের মধ্যে ফেলে রেখে যায়। কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন।

আব্দুল আলীম বলেন, নানা ধরণের নির্যাতনের শিকার হয়েছি, তবুও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হয়নি। যতদিন বাঁচবো, আমার নেতা, আমার আদর্শ বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শণ নিয়ে বাঁচতে চাই। প্রকৌশলী আব্দুল আলীম বলেন, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের মানুষ আমাকে তাদের ভোটে এমপি নির্বাচিত করলে, এই জনপদের মানুষের কল্যাণ হয়, মানুষ যাতে সুখে থাকে, মানুষের কর্মসংস্থান করা, মানুষের নিরাপদ জীবন যাপনের জন্য যা করার দরকার সেটা আমি দলীয় তথা সরকারি নিয়ম অনুযায়ী করবো। আমার নির্বাচনী এলাকা হবে, মাদক মুক্ত, সন্ত্রাসমুক্ত একটি সুস্থ জনপদ।

আব্দুল আলীম তার নির্বাচনী এলাকায় নানা সময়ে ছুুঁটে এসে অসহায়, দুস্থ, দরিদ্র, অতিদরিদ্র ও কর্মহীন মানুষের পাশে থাকেন। যে কোন প্রাকৃতিক দূর্যোগ, বন্যা, শীতে ত্রাণ সহায়তা ও শীতবস্ত্রসহ নানামুখি সহায়তার হাত প্রসারিত থাকে। করোনা ভাইরাসের মহামারী প্রাণঘাতি সময়ে তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে নিজে উপস্থিত থেকে এবং নেতাকর্মী ও অনুসারীদের মাধ্যমে অসহায় পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। তার এই মানবসেবা অব্যাহত রয়েছে। তিনি সবার কাছে দোয়া প্রত্যাশী ও আসন্ন পাবনা-৪ আসনের উপ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এবং ভোটারদের দোয়া প্রার্থনা করেছেন।

(পিএস/এসপি/মে ০৭, ২০২০)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test