E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় নতুন করে ৭ জন করোনা আক্রান্ত, জেলায় মোট ৬০ 

২০২০ মে ০৮ ১৬:১৪:৪৫
নওগাঁয় নতুন করে ৭ জন করোনা আক্রান্ত, জেলায় মোট ৬০ 

নওগাঁ প্রতিনিধি : শুক্রবার সকাল পর্যন্ত নওগাঁ জেলায় নতুন করে আরও ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সাপাহার উপজেলায় ২ জন, নিয়ামতপুর উপজেলায় ২ জন এবং রানীনগর, আত্রাই ও বদলগাছি উপজেলায় ১ জন করে। এদের মধ্যে স্বাস্থ্য বিভাগের ১ জন মেডিক্যাল এ্যাসিষ্ট্যান্ট এবং ১ জন পিপিআই টেকনোলজিষ্ট রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০ জনে। 

সিভিলসার্জন অফিসের কন্ট্রোলরুম সুত্রে জানা গেছে, নওগাঁ জেলা থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ১ হাজার ৪শ’ ৭৫ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১ হাজার ৪ জনের। এদের মধ্যে এই ৬০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

অপরদিকে গত ২৪ ঘন্টায় নওগাঁ জেলা থেকে নতুন করে আরও ২০৩ জনকে হোমে কোয়ান্টোইনে প্রেরন করা হয়েছে। এদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ৩৪ জন, রানীনগর উপজেলায় ৪ জন, মহাদেবপুর উপজেলায় ১৯ জন, মান্দা উপজেলায় ১১ জন, বদলগাছি উপজেলায় ২৮ জন, পত্নীতলা উপজেলায় ৪১ জন, ধামইরহাট উপজেলায় ৩৬ জন, সাপাহার উপজেলায় ১৭ জন এবং পোরশা উপজেলায় ৩ জন। এই সময়ে হোম কোয়ারেন্টাইন থেকে সর্বমোট ছাড়পত্র পেয়েছেন ১০৮ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৫শ’ ৭৩ জন।

উল্লেখ্য শুরু থেকে এ পর্যন্ত ৪৯ জন প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনসহ সর্বমোট কোয়ারেন্টাইনে পাঠানো হয় ৫ হাজার ৮শ’ ৬ জনকে। এদের মধ্যে এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক ১৩ জনসহ সর্বমোট ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ২শ’ ৩৩ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৫শ’ ৭৩ জন।

(বিএম/এসপি/মে ০৮, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test