E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশুলিয়ায় জোরপূর্বক কাজ করানোর অভিযোগে শ্রমিক বিক্ষোভ

২০২০ মে ০৮ ১৮:৩৯:২৪
আশুলিয়ায় জোরপূর্বক কাজ করানোর অভিযোগে শ্রমিক বিক্ষোভ

তপু ঘোষাল (সাভার উপজেলা) : রাজধানীর সন্নিকটে সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় জেড থ্রি কম্পোজিট নীটওয়ার লিঃ এর কয়েক শতাধিক শ্রমিক জোরপূর্বক কারখানায় যোগদান ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন সহ স্বাস্থ্য বিধি না মেনে আবাসিক ব্যাবস্থা করার প্রতিবাদে শ্রমিক বিক্ষোভের সূত্রপাত ঘটে।

শুক্রবার (৮মে) দুপুরে কারখানার প্রধান ফটকে কয়েক শতাধিক শ্রমিক একত্রিত হয়ে টায়ার পুড়িয়ে আশুলিয়ার কাঠগড়া বিশ মাইল সংযোগ সড়কটি অবরোধ করে বন্ধ করে দেয়।এতে সাধারন যান চলাচলে বিঘ্ন ঘটে।

আন্দোলনরত শ্রমিকেরা জানান,তাদের মোবাইলে এস এম এস এর মাধ্যমে গ্রামে চলে যাওয়া শ্রমিকদের দ্রুত কর্মক্ষেত্রে যোগদানে বাধ্য করা হয়।তাছাড়া করোনা পরিস্থিতির অজুহাতে শ্রমিকদের আবাসিক ব্যাবস্থা গ্রহন করা হলে তা খুবি জড়াজির্ন পরিস্থিতিতে অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ করে আন্দোলনরত কর্মীরা।

আন্দোলনরত আরেক শ্রমিক জানান, আবাসিকে থাকা শ্রমিকদের জন্য যে ধরনের খাবার পরিবেশন করা হয় তা খুবই নিম্নমানের, এর ফলে অসুস্থ হয়ে পরেছেন তারা। এর থেকে পরিত্রান পেতেই এই আন্দোলন করছেন বলে জানান।

প্রতিবেদক তথ্য যাচাইয়ে কারখানা কাতৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা দেখা করতে অপারগতা প্রকাশ করেন।

সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে শিল্পপুলিশের সাজোয়া যান সহ অর্ধশতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

(টিজি/এসপি/মে ০৮, ২০২০)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test