E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় উপসর্গে নতুন করে ১৬ জনসহ মোট ৬৬৪ জন হোম কোয়ারেন্টাইনে

২০২০ মে ০৯ ১৭:০৮:৩৫
গাইবান্ধায় উপসর্গে নতুন করে ১৬ জনসহ মোট ৬৬৪ জন হোম কোয়ারেন্টাইনে

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় শনিবার করোনা ভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। তবে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে নতুন করে ১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৪ জন।

এদিকে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা এখনও ২৪ জন রয়েছে। এরমধ্যে একজন মারা গেছে। বাকিরা একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১১ জন গাইবান্ধা সদর হাসপাতালের আইসোলেসনসহ বিভিন্ন আইসোলেসনে রয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত ১১ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে এবং ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে ১৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন সূত্রে জানা যায়, জেলায় গত ২৪ ঘন্টায় ৬৬৪ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ২২, গোব্দিন্দগঞ্জে ৮২, সদরে ৮৪, ফুলছড়িতে ১৫৮, সাঘাটায় ২১১, পলাশবাড়িতে ১২, সাদুল্যাপুর উপজেলায় ৯৫ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১ জন রয়েছে ।

(এস/এসপি/মে ০৯, ২০২০)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test