E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনা জয়ী ট্রাফিক সার্জেন্ট মামুনকে ফুলের তোড়া দিয়ে বরণ 

২০২০ মে ০৯ ১৮:৩৯:৪০
করোনা জয়ী ট্রাফিক সার্জেন্ট মামুনকে ফুলের তোড়া দিয়ে বরণ 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনার সাথে যুদ্ধ করে করোনা জয়ী সার্জেন্ট ফয়সাল মামুন এক মাস পর শনিবার  কর্মস্থলে যোগদান করেছেন। পুলিশের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। 

জানা গেছে, গাইবান্ধা জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট ফয়সাল মামুন গত এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকা থেকে গার্মেন্টস কর্মীরা সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাস-ট্রাক যোগে আসাকালিন বিভিন্ন পয়েন্ট বাস-ট্রাক চেক দিতে গিয়ে সার্জেট মামুনের শরীরে সম্ভবত গত আনুমানিক ১২ এপ্রিল থেকে করোনা ভাইরাস বাসা বাধে। সার্জেন্ট মামুন করোনা উপসর্গ উপেক্ষা করে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়ায় গত ১৮ এপ্রিল ব্যক্তিগতভাবে হোম কোয়ারান্টাইন চলে যান।

এরপর গত ১৯ এপ্রিল গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসানের পরামর্শে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে সার্জেন্ট মামুনের নমুনা সংগ্রহ করে রংপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরীক্ষা শেষে গত ২৪ এপ্রিল সার্জেন্ট মামুনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এর প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিদুল ইসলামের পরামর্শে মামুনকে আইসোলেশনে রেখে নিয়মিত চিকিৎসা দেয়া হয় এবং গত ২৯ এপ্রিল ২য় বার মামুনের নমুনা সংগ্রহ করে রংপুর পিসিআর ল্যাবে পাঠানো হয়। সার্জেন্ট মামুন ২৯ এপ্রিল থেকে শ্বাস- প্রশ্বাসের সমস্যায় বেশি অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ হতে গত ১ মে জরুরি ভিত্তিতে তাকে এ্যাম্বুলেন্স যোগে রংপুরে করোনা ডেডিকেটেড হাসপাতাল পাঠানো হয়।

সেখানে চিকিৎসার এক পর্যায়ে গত ৩মে সার্জেন্ট মামুনের ২য়বার সংগ্রহকৃত নমুনার রিপোর্ট নেগেটিভ আসে এবং মামুন মানসিক ও শারিরীক ভাবে সুস্থ হতে থাকে। সেইসাথে আরো নিশ্চিত হবার জন্য গত ৪মে পুনরায় সার্জেন্ট মামুনের ৩য়বার নমুনা পরীক্ষায় ৭ মে আবারও তার করোনা নেগেটিভ রিপোর্ট আসলে সার্জেন্ট মামুন চুড়ান্ত ভাবে করোনা জয় করে।

আজ শনিবার সার্জেন্ট মামুনকে রংপুর হাসপাতাল থেকে রিলিজ দেয়া হলে করোনা জয়ী মামুন বীরের বেশে তার পুরাতন কর্মস্থলে যোগদান করতে দুপুরে গোবিন্দগঞ্জ থানায় আসেন। গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের পক্ষে জেলা ট্রাফিক পুলিশের টিআই নূর, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, গোবিন্দগঞ্জ ট্রাফিক পুলিশের সদস্যবৃন্দসহ থানার সকল অফিসারগণ ফুলের তোড়া দিয়ে করোনা জয়ী সার্জেন্ট মামুনকে স্বাগত জানান।

(এসআরডি/এসপি/মে ০৯, ২০২০)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test