E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

২০২০ মে ১২ ১৮:৪৫:০৬
গৌরনদীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে মঙ্গলবার সকালে করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনতা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করণের লক্ষ্যে করোনার প্রাদূর্ভাব সম্পর্কে বিভিন্ন হাট-বাজার, টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে সেখানেই গণসচেতনতা সৃষ্টি করেন ও নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা প্রদান করেন উপজেলা প্রশাসন।

এ সময় টরকী বন্দরে ১টি দোকানে মূল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ শাহাদাৎ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক মাহাবুবুর রহমান, উপজেলা নির্বাহী কার্যালয়ের অফিস সহকারী মোঃ শিপন।

অপরদিকে স্বাস্থ্যবিধি না মেনে মোটর সাইকেল নিয়ে সড়কে বের হওয়ায় চালকসহ আরোহী এবং পথচারীরা মাক্স ব্যবহার না করায় লাঠি পেটা করা হয়।

(টিবি/এসপি/মে ১২, ২০২০)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test