E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অপরাধ দমনে ঈশ্বরদীতে পুলিশের মহড়া

২০২০ মে ১৩ ১৬:৪২:৫১
অপরাধ দমনে ঈশ্বরদীতে পুলিশের মহড়া

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : করোনা পরিস্থিতি ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে অপরাধীরা যাতে মাথা চাড়া দিতে না পারে এই লক্ষ্যে বুধবার ঈশ্বরদীতে পুলিশের মহড়া অনুষ্ঠিত হয়েছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর এবং থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী এই মহড়ার নের্তৃত্ব দেন। অপরাধীদের সতর্ক করতে পুলিশ বাহিনীর সদস্যরা মোটর সাইকেল নিয়ে শহরের অলি-গলি হতে শুরু করে গ্রামাঞ্চলের বিভিন্ন স্থানে মহড়া দেন। ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, এই মহড়া অব্যাহত থাকবে।

অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর বলেন, পুলিশ করোনার সরকারি বিধি-বিধান বাস্তবায়ন করতে প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছে। করোনা নিয়ে পুলিশের ব্যতি-ব্যস্ততার সুযোগে জঙ্গি, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং অন্যান্য অপরাধীরা আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাতে মাথা চাড়া দিতে না পারে এজন্যই পুলিশের এই মহড়ার আয়োজন। শান্তি প্রিয় সাধারণ জনগণের পাশে থেকে সকল অপরাধ এবং অপরাধীদের দমনে আমরা ঈশ্বরদীর পুলিশ অঙ্গিকারাবদ্ধ বলে তিনি জানিয়েছেন।

(এসকেকে/এসপি/মে ১৩, ২০২০)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test