E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুই বোনকে দল বেধে ধর্ষণের মামলায় পাঁচ যুবক আটক 

২০২০ মে ১৩ ১৭:৪৮:২০
দুই বোনকে দল বেধে ধর্ষণের মামলায় পাঁচ যুবক আটক 

রাণীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় দুই বোনকে দল বেধে ধর্ষণের অভিযোগে। পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১২মে) দিবাগত রাতে ঐ দুই তরুণী বোনদ্বয়ের বাবার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এ যুবকদের আটক করে পুলিশ।

বুধবার (১৩মে) আটক পাঁচযুবকসহ মোট ছয় যুবকের নাম উল্লেখ্য করে। ভুক্তভোগী পৌরশহরের মহলবাড়ী গ্রামের কুদ্দুস আলীর স্ত্রী আশী মনি(১৯) বাদী হয়ে। নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে। সেই মামলায় আটক দেখিয়ে পাঁচ যুবককে ঠাকুরগাঁও কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের স্বীকার ভুক্তভোগীরা হলেন মহলবাড়ী গ্রামের কুদ্দুস আলীর স্ত্রী আশা মনি ও তার আপন ছোট বোন পাশ্ববতী সন্দারই গ্রামের হানিফের মেয়ে জনৈক(১৫) ।

ঘটনাটির তদন্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ(তদন্ত) খায়রুল আনাম ডন মামলার বরাত দিয়ে জানান, গত ১১ মে সোমবার দুপুর অনুমান তিনটায় কৌশলে মামলাকারীনীসহ তার আপন ছোট বোনকে। পৌর শহরের সিডিএ অফিসের পাশে এক বাড়ীতে নিয়ে। হাত পা বেধে দলবেধে পালাক্রমে ধর্ষণ করে।

উপজেলার ক্ষুদ্র বাঁশবাড়ী গ্রামের আফাজ উদ্দীনের ছেলে জহিরুল ইসলাম (২৮)মহলবাড়ী গ্রামের বাবুল মিস্ত্রির ছেলে রুবেল (২৬) জতিষ চন্দ্র রায়ের ছেলে শ্রী উপেন দেব (২৮) মোহাম্মদ আলীর ছেলে মোঃ ফয়জুল আকতার ফজলু (৩৫) সন্ধারই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মিলন (২০)। ও পীরগঞ্জ উপজেলার মৃত বাবুলের ছেলে আশরাফুল(২৩)।ধষর্ণের পরে ঐ রাতে দুই বোনকে মহলবাড়ী গ্রাম এলাকার জাকের পার্টি অফিসের পাশে ফেলে রেখে সটকে পড়ে ঐ যুবকরা।

ভোরে মেয়ে দুটির আত্নীয়রা স্থানীয় লোকমারফত খবর পেয়ে তাদের সেখান থেকে অসুস্থ অবস্থায় উদ্বার করে। বিষয়টি রাণীশংকৈল থানার সার্কেল(অতিরিক্ত দায়িত্বে)সহকারী পুলিশ সুপার (এ.এস.পি) তৈহিউদ দোলা লুপুমের নিকট মৌখিক অভিযোগ দেওয়ার ভিত্তিতে। এবং তার নির্দেশে রাতারাতী ঘটনাটির সাময়িক তদন্তসহকারে অপরাধীদের সনাক্ত করে আটক করে থানা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ(তদন্ত) খায়রুল আনাম ডন বলেন,ছয় আসামীর মধ্যে পাঁচজনকে আটক করে। ঠাকুরগাঁও কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও ধষর্ণের স্বীকার দুই বোনের ডাক্তারী পরীক্ষা নিরীক্ষার রির্পোটে ঘটনাটির বিস্তারিত জানা যাবে বলে তিনি মন্তব্য করেন।

(কেএস/এসপি/মে ১৩, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test