E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রামগঞ্জে আরও ৩ জনের করোনা শনাক্ত

২০২০ মে ১৬ ১২:২৪:২২
রামগঞ্জে আরও ৩ জনের করোনা শনাক্ত

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে আরও ৩জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে রামগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত (কোভিড-১৯) রোগীর সংখ্যা ২২ জনে দড়িয়েছে। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন ১০ জন, মৃত্যুবরন করেছেন ১জন। নতুন শনাক্ত রোগীরা ২জন উপজেলার দরবেশ ইউনিয়ন এবং ১জন চন্ডিপুর ইউনিয়নের বাসিন্দা। আজ শনিবার সকালে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মানিক ভুঁইয়া বিষয়টি নিশ্চত করেছেন।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসিব জাহান জানান, শনাক্তের খবর পেয়ে সরজমিনে গিয়ে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। তিনি আরও জানান, রামগঞ্জে সামাজিক দূরত্ব মানছে না লোকজন। এ জন্য আক্রান্তের সংখ্যা বাড়ছে। সংক্রমণ এড়াতে গতকাল শুক্রবার থেকে ফের এ উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। তারপরও কারণে-অকারণে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে। লোকজনদের ঘরে রাখার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।

(জেএম/এসপি/মে ১৬, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test