E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে স্মারকলিপি প্রদান

২০১৪ আগস্ট ১১ ১৭:১৫:২৮
দুর্গাপুরে স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে স্মারকলিপি প্রদান

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলার সকল বিভাগের কর্মকর্তা কর্মচারী,রাজনৈতিক ও সমাজ সচেতন প্রতিনিধিবৃন্দের অংশগ্রহনে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সিদ্দিকুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কালো ব্যাজ ধারন,মৌন মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয় সোমবার।

জানা যায়,গত ৪ ঠা আগষ্ট রাতে স্বাস্থ্য কমপ্লেক্স এর এ্যাম্বুলেন্স চেয়ে না পাওয়ায় একদল সন্ত্রাসী ডা. সিদ্দিকুর রহমানের কক্ষে ঢুকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে উপূর্যপরি হামলা চালিয়ে মারাত্মকভাবে জখম করে বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।এ ব্যাপারে দ্রুত বিচার আইনে ১৯জনের নামে মামলা হলে দুর্গাপুর থানা পুলিশ চার জনকে গ্রেফতার করে। অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতারসহ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌন মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প. প. কর্মকর্তা মাহদী হাসান ,মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল আমিন আকন্দ, ও স্মারকলিপি পাঠ করেন হাসপাতালের কর্মচারী মো. আ. সাত্তার। আলোচনা শেষে প্রতিনিধি দল জেলা প্রশাসক বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।
(এনএস/এএস/আগস্ট ১১, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test