E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রামু উপজেলা চেয়ারম্যান আহমেদুল হক চৌধুরী আর নেই

২০১৪ আগস্ট ১১ ১৭:৫৮:৩৩
রামু উপজেলা চেয়ারম্যান আহমেদুল হক চৌধুরী আর নেই

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রামু উপজেলা বিএনপির আহবায়ক আহমেদুল হক চৌধুরী আর নেই। তিনি সোমবার সকাল সোয়া নয়টায় ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আহমেদুল হক চৌধুরীর ছোট রামু উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে আহমেদুল হক চৌধুরী বুকে টিউমারজনিত রোগে আক্রান্ত হন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে অসুস্থবোধ করেছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে ঈদুল ফিতরের পরদিন (৩০ জুলাই) তাকে বিমানযোগে ভারতে প্রেরন করা হয়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রামুতে শোকের ছায়া নেমে আসে।

চলতি বছর ২৩ মার্চ অনুষ্ঠিতব্য রামু উপজেলা পরিষদ নির্বাচনে আহমেদুল হক চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য ভক্ত, গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে আহমেদুল হক চৌধুরীর সাথে রয়েছেন, তাঁর সহধর্মীনি আনোয়ারা বেগম ও বড় ছেলে মুহাইমিন আহমেদ মাহিন।

তার মৃত্যুর খবরে কক্সবাজারের রাজনৈতিক মহল সহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

(টিটি/এটিআর/আগস্ট ১১, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test