E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে করোনা উপসর্গ নিয়ে কাপড় ব্যবসায়ীর মৃত্যু 

২০২০ মে ২২ ১৫:৪৭:৩২
গোবিন্দগঞ্জে করোনা উপসর্গ নিয়ে কাপড় ব্যবসায়ীর মৃত্যু 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে শুক্রবার ভোর ৫টার দিকে করোনা উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুদর্শন দেবনাথ (৩৮) নামের এক কাপড় ব্যবসায়ী মৃত্যুবরণ করেন । সুদর্শন দেবনাথ উপজেলার চকরহিমাপুর গ্রামের নিবারন দেবনাথের ছেলে। 

জানা গেছে, সুদর্শন গোবিন্দগঞ্জ বাজারের একজন কাপড় ব্যবসায়ী। গত ১৫ মে থেকে সুদর্শন জ্বর ও সর্দি- কাশিতে অসুস্থ হয়ে পরলে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে রংপুর পিসিআর ল্যাবে পাঠিয়ে দেয়। রিপোর্ট আসার আগেই আজ শুক্রবার ভোরে শ্বাস- প্রশ্বাস জনিত কারনে অসুস্থ হয়ে পরলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে পরীক্ষা করে ভোর ৫ টায় মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, যেহেতু সে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরন করেন তাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপস্থিততে সকাল পৌনে ১১ টায় তার নিজ গ্রামে দাহ্য করা হয়। পাশাপাশি তার পরিবারের সদস্য ও তার সংস্পর্শে আসা সকলকে হোম কোয়ারান্টাইনে নেয়া হয়েছে।

(এসআরডি/এসপি/মে ২২, ২০২০)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test