E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আম্ফানে ক্ষতিগ্রস্থ মোংলার বেঁড়ীবাঁধ পরিদর্শনে বাগেরহাটের ডিসি

২০২০ মে ২৬ ২২:৩১:০০
আম্ফানে ক্ষতিগ্রস্থ মোংলার বেঁড়ীবাঁধ পরিদর্শনে বাগেরহাটের ডিসি

বাগেরহাট প্রতিনিধি : সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্থ বাগেহাটের মোংলা উপজেলার পশুর নদী তীরবর্তী পানিউন্নয়ন বোর্ডেও বেড়িবাঁধ পরিদর্শন করেছেন বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদুজ্জামান খাঁন। 

মঙ্গলবার দুপুরে মোংলার কানাইনগর, দক্ষিণ কাইনমারী এলাকার বিধ্বস্ত বাঁধ পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, কানাইনগরসহ এখানকার ভাঙ্গন প্রবণ বেড়িবাঁধ এলাকা ঘুরে দেখলাম, এখন জরুরী ভিত্তিতে এবং দীর্ঘ মেয়াদে কি করা দরকার সেটা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা দুই ধরণেরই কার্যক্রম হাতে নেয়া হবে।

পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী জানালেন, আম্ফানে মোংলার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাই বুধবার উপকূলীয় ক্ষতিগ্রস্থ বাঁধ পরিদর্শনে আসছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুকসহ মন্ত্রনালয়ের অন্যান্য কর্মকর্তারা।

সুন্দরবন উপকূলের এ বাঁধ পরিদর্শনকালে বাগেরহাটে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে ছিলেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলামসহ অন্যরা।

আম্ফানের তান্ডবে মোংলার পশুর নদীর পাড়ের বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি প্রায় ৩শ কাঁচাঘরবাড়ী পুরোপুরি বিধ্বস্ত, সাড়ে ৯শ ঘরবাড়ী আশিংক ক্ষতিগ্রস্থ ও দেড় হাজার চিংড়ি ঘের প্লাবিত হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

(এসএকে/এসপি/মে ২৬, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test