E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে পাসের হারে এবারও মেয়েরা এগিয়ে

২০২০ মে ৩১ ১৬:১১:৫৯
বরিশালে পাসের হারে এবারও মেয়েরা এগিয়ে

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : এসএসসি পরীক্ষায় বরিশাল বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭৯ দশমিক ৭০ শতাংশ। বিগত বছরের ন্যায় গড় পাসের হারে এবং জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।

মেয়ে শিক্ষার্থীদের পাসের হার ৮২ দশমিক ৬৭ এবং ছেলে শিক্ষার্থীদের পাসের হার ৭৬ দশমিক ৭২ শতাংশ। পাশাপাশি ২ হাজার ৩৭৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে এবং ২ হাজার ১০৯ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। বিষয়ভিত্তিক পাশের হারে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগেও এগিয়ে রয়েছে মেয়েরা।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ১ হাজার ৪৩২টি স্কুল থেকে ১ লাখ ১২ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী ১৭৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। শিক্ষাবোর্ডের মধ্যে পা‌সের হারে এগিয়ে রয়েছে পি‌রোজপুর জেলা। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

৫৪ কেন্দ্রে শতভাগ পাসঃ বরিশাল শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় ৫৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। যারমধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ১৪টি, পটুয়াখালীতে ১০টি, পিরোজপুরে নয়টি, ঝালকাঠিতে নয়টি, ভোলায় ছয়টি ও বরগুনা জেলায় ছয়টি বিদ্যালয় রয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, এবার পাস করেনি এমন কোন বিদ্যালয় নেই।

(টিবি/এসপি/মে ৩১, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test