E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়া পৌর শহরের সহস্রাধিক বসত ঘর প্লাবিত

২০১৪ আগস্ট ১২ ১৫:৪২:২৮
কলাপাড়া পৌর শহরের সহস্রাধিক বসত ঘর প্লাবিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়ার আন্ধারমানিক নদীর জলোচ্ছাসে পৌর শহরের অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। মঙ্গলবার সকালের নদীর জোয়ারের পানিতে বেড়িবাঁধের বাইরের সহস্রাধিক বসত ঘর ২/৩ ফুট পানিতে প্লাবিত হয়।

জোয়ারের পানিতে প্লাবিত হয় রাইসমিল,স-মিলসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে কলাপাড়া-কুয়াকাটা সড়কের নীলগঞ্জ, হাজীপুর ও মহীপুর ফেরিঘাটের গ্যাংওয়ে ও বেইলী ব্রিজ জোয়ারের পানিতে তলিয়ে থাকায় গত দু’দিন ধরে কুয়াকাটাগামী পর্যটকরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। জোয়ারের সময়ে ফেরি চলাচল বন্ধ থাকায় প্রতিদিন আট ঘন্টা পর্যটকদের ফেরিঘাটেই অপেক্ষা করতে হচ্ছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, পৌর শহরের বাদুরতলী, গোডাউন ঘাট, কলেজ রোড, মাছ বাজার, লঞ্চঘাট ফেরিঘাট, হেলিপ্যাড, নাছনাপাড়া ও বঙ্গবন্ধু কলোনী এলাকার বেড়িবাঁধের বাইরের প্রতিটি বাড়িই পানিতে প্লাবিত হয়েছে। পূর্ণিমার জোর প্রভাবে নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় গোটা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ কারণে নদীতে জোয়ারের সময় মানুষ ঘর-বাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় নিচ্ছে।
(এমেকআর/এএস/আগস্ট ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test