E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এমপি বদির সম্পদের অমিল পেয়েছে দুদক-এর তদন্ত দল

২০১৪ আগস্ট ১২ ১৫:৫৬:১২
এমপি বদির সম্পদের অমিল পেয়েছে দুদক-এর তদন্ত দল

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া- টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির সম্পদের অমিল পেয়েছে দূর্নীতি দমন কমিশন (দুদক) এর তদন্ত দল। তদন্ত কাজ এখনো অসমাপ্ত রয়েছে। তদন্ত কাজ শেষ হলে তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান বদিউজ্জামান।

মঙ্গলবার কক্সবাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় দুদক চেয়ারম্যান আরো জানিয়েছেন, টেকনাফের অনেকেই ইয়াবা ব্যবসা করে নিয়ম বহির্র্র্ভূত সম্পদ অর্জনের বিষয়টি তারা অবহিত রয়েছেন। এসব অবৈধ সম্পদ অর্জনের বিষয়টিও দুদক অনুসন্ধান করবে।
কক্সবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বেলা ১১ টা থেকে শুরু হওয়া এ মতবিনিময় সভা বিকাল ৩ টায় শেষ হয়।
সকাল ১১ টায় কক্সবাজার জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন দুদকের চেয়ারম্যান বদিউজ্জামান।
এ সময় বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল, মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়া, বিজিবি ১৭ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল খন্দকার সাইফুল আলম, কক্সবাজারের পুলিশ সুপার মো. আজাদ মিয়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক, কক্সবাজার সরকারী কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার জেলা তথ্য অফিসার আহসান কবির প্রমুখ।
এরপর একই স্থানে কক্সবাজার জেলা ও বিভিন্ন উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে মত বিনিময় করেন দুদকের চেয়ারম্যান। এসব মত বিনিময় সভায় দুর্নীতি প্রতিরোধে সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
(টিটি/এএস/আগস্ট ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test