E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উপকূলে টেকসই বাঁধ নির্মাণ দাবিতে সাতক্ষীরায় নৌমানববন্ধন

২০২০ জুন ০৭ ১৮:৩৯:২৬
উপকূলে টেকসই বাঁধ নির্মাণ দাবিতে সাতক্ষীরায় নৌমানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার দক্ষিণ উপকূলের  দশটি  পোল্ডারের প্রায় ৮০০ কিলোমিটার বেড়ি বাঁধ বারবার দুর্যোগে ভাঙ্গছে। 

আইলা সিডর ও আম্পানে ক্ষয়ক্ষতি অনেক বেশি উল্লেখ করে রোববার সাতক্ষীরার বুড়িগোয়ালিনীর খোলপেটুয়া নদীতে এক নৌমানববন্ধনে বক্তারা টেকসই বাঁধ নির্মানের ওপর গুরুত্ব দিয়েছেন। তারা বলেন বারবার ক্ষতির পর সরকার যে সংস্কার কাজ করে আসছে তা টিকছে না। এজন্য স্থায়ী টেকসই বাঁধ নির্মান না হলে দেশের দক্ষিণ উপকূল বিলীন হয়ে যাবার আশংকা রয়েছে।

রবিবার সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর বেড়ি বাঁধ ভাঙ্গন পয়েন্টে খোলপেটুয়া নদীতে আয়োজন করা হয় এই নৌমানববন্ধনের। এতে অংশ নেয় নৌকা ও ট্রলার ভর্তি গ্রামবাসী।

জেলা নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি অ্যাড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে নৌমানববন্ধনে আরও বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান খালেদা আইউব ডলি, জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যক্ষ আনিসুর রহিম, পরিবেশবিদ অধ্যক্ষ আশেক ই এলাহি, নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ, বেসরকারি সংস্থা লীডার্সেও নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল প্রমূখ।

পরে এক সংবাদ সম্মেলনে বাঁধ নির্মানে স্থানীয় সরকারকে সম্পৃক্তকরণ, অবিলম্বে টেকসই বাঁধ নির্মান এবং উপকূলে সুপেয় পানির ব্যবস্থা সহ তিন দফা দাবি তুলে ধরা হয়।

(আরকে/এসপি/জুন ০৭, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test