E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে প্রধানমন্ত্রী ও নির্বাচন নিয়ে অবমাননাকর ট্রল, আপোষে তৃণমূল নেতাকর্মীরা ক্ষুব্ধ 

২০২০ জুন ০৮ ১৭:২২:০৫
জামালপুরে প্রধানমন্ত্রী ও নির্বাচন নিয়ে অবমাননাকর ট্রল, আপোষে তৃণমূল নেতাকর্মীরা ক্ষুব্ধ 

রাজন্য রুহানি, জামালপুর : ফেসবুকে প্রধানমন্ত্রীসহ দেশের নির্বাচন অনুষ্ঠান নিয়ে কটুক্তিমূলক ট্রল করে স্ট্যাটাস দেওয়ায় জামালপুরে তীব্র প্রতিবাদের মুখে ট্রলকারীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে আপোষ হওয়ায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন তৃণমূল নেতাকর্মীরা। সেই সাথে তারা ট্রলকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ আপোষকারীদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

জানা গেছে, জামালপুর সদর উপজেলার গোপালপুর বাজার এলাকার বদিউজ্জামান জামালের ছেলে খোরশেদ আলম মিলন সরকার তার ‘Milon Sarkar’ নামে ফেসবুক আইডিতে ৮ এপ্রিল জননেত্রী শেখ হাসিনাসহ দেশের নির্বাচন অনুষ্ঠান নিয়ে কটুক্তিমূলক ট্রল করে দুটি স্ট্যাটাস দেন। তার সেই স্ট্যাটাস দেখে পরদিন ৯ এপ্রিল জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান তার ফেসবুক আইডি [ SZaman Hossain ] এর টাইমলাইনে একটি প্রতিবাদী স্ট্যাটাস দেন। প্রতিবাদে তিনি সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বশীল নেতাদের প্রতি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।তার আহ্বানে সাড়া দিয়ে বাঁশচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল খায়ের খোকা ওই ট্রলকারীর বিরুদ্ধে জামালপুর সদর উপজেলার নরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রে ১০/০৪/২০২০ তারিখে একটি অভিযোগ দাখিল করেন।

জামালপুর জেলা আওয়ামী লীগের মিটিংয়ে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নাঈম রহমান কটুক্তি ও ট্রলের ঘটনাটি উত্থাপন করলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আলোচনা হয়। জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ্ব ইন্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন নরুন্দী তদন্তকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ারও তাগিদ দেন। কিন্তু দায়ের করা অভিযোগটি সম্প্রতি প্রত্যাহার করায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

৮ মে স্থানীয় দশজন আওয়ামী লীগ নেতাসহ বাঁশচড়া ও রানাগাছা ইউনিয়নের চেয়ারম্যান ও কমিশনারদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক শালিসী বৈঠকের মাধ্যমে সেই এজাহারটি প্রত্যাহারের আপোষনামা তৈরি করে নরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রে জমা দেয়া হয়। এ নিয়ে জামালপুর সদর উপজেলার পূর্বাঞ্চলে মুখরোচক নানা আলোচনা চলছে।

অভিযোগটি প্রত্যাহারের আপোষনামা নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের অধিকাংশই বিক্ষুব্ধ। তাদের বক্তব্য হলো, আওয়ামী লীগের চাদর গায়ে দিয়ে এরাই যখন মুখে জয়বাংলা জপে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করে আওয়ামী লীগের নিউরন জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে ট্রলকারীর সাথে আপোষ করে, তখন সেসব আওয়ামী লীগারদের নিয়ে সমালোচনা করা নিঃসন্দেহে যৌক্তিক। শেখ হাসিনাকে নিয়ে বিরূপ মন্তব্যকারীর সাথে যারা আপোষ করে তারা আওয়ামী লীগের নেতা হিসেবে পদে থাকার যোগ্যতা রাখে না। এদের অতীত যতই সমৃদ্ধ থাকুক না কেন, বর্তমানটা তাদের কলুষিত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

এ বিষয়ে প্রশ্ন করা হলে ক্ষোভের সাথে বাঁশচড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। শেখ হাসিনাকে নিয়ে ট্রলকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও ট্রলকারীর সাথে আপোষকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।

ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে ‘Milon Sarkar’ এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে প্রতিবাদকারী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান সোমবার দুপুরে জানান, "জননেত্রী শেখ হাসিনা'র সম্মানের প্রশ্নে আপোষ করার কোনোই সুযোগ নেই। নিজের কাছেই নিজেকে ছোট মনে হচ্ছে।এই প্রশ্নে আপোষকারীরা বিশ্বাসঘাতক। প্রিয় নেত্রীকে নিয়ে ফেসবুকে ট্রল করার কারণে সেটি নিয়ে নরুন্দী তদন্ত কেন্দ্রে দলীয়ভাবে অভিযোগ দেয়ার পরও যদি সেই অভিযোগ আমলে না নেয়া হয় তবে আমার নিজের কাছেই আমাদের রাজনৈতিক অস্তিত্ব এখন প্রশ্নবিদ্ধ! আবার যখন শুনলাম সেই অভিযোগটি নাকি আপোষনামা দিয়ে প্রত্যাহার করা হয়েছে, তাতে আমি আরও অধিক অবাক ও হতাশ হয়েছি! এই আপোষকারীরাই নাকি আবার আমার দলের নেতা? আমার দলীয় প্রতীক নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে এরাই জনপ্রতিনিধি হয়েছেন! কী বলব এদের নিয়ে? শুধু এটুকুই বলতে পারি- ছি! ছি!! ছি!!! এরাই আমাদের নেতা।এরাই বিশ্বাসঘাতক খন্দকার মুশতাকের বংশধর।

এ বিষয়ে সোমবার (৮ জুন) দুপুরে জেলা আওয়ামী লীগ সভাপতি এড. মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে ট্রলের বিষয়টি আমি জানতে পেরেছি। এও জানি যে, ওই ট্রলকারীর বিরুদ্ধে থানায় একটি অভিযোগও দেওয়া হয়েছে। তারপর কী হয়েছে সেটা আমার জানা নেই। তবে জেলা আওয়ামী লীগের অফিসিয়াল চ্যানেলে সুনির্দিষ্টভাবে কেউ বিষয়টি নজরে আনলে তদন্ত করে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

(আরআর/এসপি/জুন ০৮, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test