E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিগঞ্জে ৮১৭ বস্তা উদ্ধারকৃত গম আমপান দুর্গত ছয়টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বন্টনের নির্দেশ 

২০২০ জুন ০৮ ২৩:১০:১১
কালিগঞ্জে ৮১৭ বস্তা উদ্ধারকৃত গম আমপান দুর্গত ছয়টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বন্টনের নির্দেশ 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : গত ২৮ মে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সুলতানপুর গ্রামের আব্দুল গফফরের মালিকানাধীন মনি মুক্তা চালের মিল থেকে উদ্ধারকৃত ৮১৭ বস্তা গম আমপানে ক্ষতিগ্রস্ত ছয়টি ইউনিয়নের অপেক্ষাকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।   

সোমবার সাতক্ষীরার বিশেষ জজ আদালতের বিচারক শেখ মফিজুল ইসলাম এ আদেশ দেন। একইসাথে ৫৪ ধারায় গ্রেপ্তার হওয়া তিন আসামীকে দুদকের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার আসামিরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ইউপি সদস্য পরানপুর গ্রামের উপেন্দ্রনাথ মণ্ডলের ছেলে পবিত্র মণ্ডল, কালিগঞ্জ উপজেলার পূর্বনলতা শানপুকুর গ্রামের আব্দুল গফফারের ছেলে মনিরউজ্জামান ও দেবহাটা উপজেলার আস্কারপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোজাহিদুল আলম মুকুল।

ঘটনার বিবরণে জানা যায় গত ২৭ মে রাতে কালিগঞ্জ থানার পুলিশ কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের সুলতানপুর গ্রামের আবুল হোসেনের মালিকানাধীন পূর্ব নলতার আব্দুল গফফারের ভাড়া নেওয়া মনিমুক্তা এন্টারপ্রাইজ থেকে ৮১৭ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) গম উদ্ধার করে। যার মোট ওজন ৪৭ টন ৮৫০ কেজি। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, শ্যামনগরের কৈখালি ইউপি সদস্য পবিত্র কুমার মণ্ডল কাবিখা প্রকল্পের কাজ ২৩ টন চাল বিক্রি করে সুমি এন্টারপ্রাইজের মালিক মোজাফফর রহমানের কাছে বিক্রি করে।

মোজাফফর ওই গম কালিগঞ্জের পূর্ব নলতার মনিমুক্তা এন্টারপ্রাইজের মালিক ভাড়াসিমলার সুলতানপুরের আবুল হোসেনের মালিকানাধীন ভাড়া নেওয়া ওই রাইস মিল থেকে উদ্ধার করা হয়। এ ছাড়া বাকী গমের মালিক কারা তাদেরকে সনাক্ত করার চেষ্টা করা হয়। ২৮ মে গ্রেপ্তারকৃত পবিত্র মণ্ডল, মনিরুজ্জামান ও মোজাহিদুলকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

এ ঘটনার তদন্তে নেমে খুলনা দূর্ণীতি দমন সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা তদন্তে নামেন। ওই দিন দু’দকের উপপরিচালক নীল কোমল পাল বাদি হয়ে গ্রেপ্তারকৃত তিনজনসহ ছয়জনের নাম উল্লেখ করে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ৩১ মে মামলার তদন্তকারি কর্মকর্তা নীল কোমল পাল ৫৪ ধারায় গ্রপ্তারকৃত তিনজনকে তার দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা দুদকের উপপরিচালক নীল কোমল পাল বলেন, জব্দকৃত গমের মধ্যে পাঁচ কেজি আলামত হিসেবে রেখে বাকী গম জেলা পুলিশের মাধ্যমে সম্প্রতি সুপার সাইক্লোন আমপান ঝড়ে অপেক্ষাকৃত ক্ষতিগ্রস্ত আশাশুনির প্রতাপনগর, শ্রীউলা, শ্যামনগরের কৈখালি, পদ্মপুকুর , বুড়িগোয়ালিনী ও পদ্মপুকুর ইউনিয়নের জনগনের মধ্যে বিতরনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

একইসাথে ক্ষতিগ্রস্ত মানুষকে বন্টন শেষে জেলা পুলিশকে একটি বন্টননামা প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। শুনানীকালে ৫৪ ধারায় গ্রেপ্তারকৃত তিনজনকে তার দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

(আরকে/এসপি/জুন ০৮, ২০২০)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test