E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলের ধনবাড়ীতে চাল পাচারের ঘটনায় অবশেষে মামলা

২০২০ জুন ১০ ১৪:১৩:২৪
টাঙ্গাইলের ধনবাড়ীতে চাল পাচারের ঘটনায় অবশেষে মামলা

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ী ও মধুপুর উপজেলার মধ্যে রশি টানাটানির দু’দিন পর সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ফেয়ার প্রাইস) চাল পাচারের অভিযোগে ধনবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে মধুপুরের গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সাত্তার এবং ধনবাড়ীর ভাইঘাটের চাল ব্যবসায়ী নুরুল ইসলামকে। 

মঙ্গলবার (৯ জুন) রাত ৯টার দিকে মধুপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনিসুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

জানা যায়, অভিযোগ পেয়ে গত ৭ জুন(রোরবার) সন্ধ্যা রাতে অভিযান চালিয়ে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা পাশের উপজেলা ধনবাড়ীর বাঘিলের রজনীগন্ধা নামক এক রাইস প্রসেসিং মিল থেকে ৭১ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করেন। পরে ধনবাড়ী উপজেলা প্রশাসনের জিম্মায় ওই রাইস প্রসেসিং মিলে রেখে দিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেন।

টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলায় সরকারি বিভিন্ন ত্রাণ তথা খাদ্য বান্ধব ও সামাজিক সুরক্ষা কর্মসূচির জব্দ হওয়া সাড়ে তিন টনের অধিক ওই চাল নিয়ে গত দু’দিন তোলপাড় চলছিল। সোমবার ও মঙ্গলবার দিনভর মধুপুর ও ধনবাড়ী উপজেলা প্রশাসনে ব্যাপক জল্পনা-কল্পনা হয়েছে। কর্মকর্তারা কয়েক দফা বৈঠকেও বসেছেন। অভিযোগ উঠেছে বিষয়টি প্রভাবশালীরা ধামাচাপা দেয়ার চেষ্টা করছিল।

অভিযোগে প্রকাশ, সরকারের বিভিন্ন ত্রাণ তৎপরতা তথা সামাজিক সুরক্ষা কর্মসূচির ওই চাল (৭১ বস্তা) প্রসেস করতে ধনবাড়ী সীমায় অবস্থিত রজনীগন্ধা রাইস প্রসেসিং মিলে রাখা হয়। বস্তা পরিবর্তন করে ওই চাল প্রসেসিং করার প্রক্রিয়া চলছিল। অভিযোগের ভিত্তিতে রোববার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তা উদ্ধার করেন।

অভিযোগে আরও জানা যায়, মধুপুরের গোলাবাড়ী ইউনিয়নের আব্দুস সাত্তার নামে এক ইউপি সদস্যের বাড়ি থেকে ২৪ বস্তাসহ একাধিক স্থান থেকে ধনবাড়ীর ভাইঘাট বাজারের চাল ব্যবসায়ী ধোপাখালী গ্রামের নুরুল ইসলাম ওই ৭১ বস্তা চাল প্রসেস করতে ওই মিলে জমা করেন।

এরপর জব্দ হওয়া চাল নিয়ে দুই উপজেলায় নানা জল্পনা-কল্পনা চলে। এক পর্যায়ে বিষয়টি চাউর হয়। নানাজন ভিন্ন ভিন্ন মতামত প্রকাশ করতে থাকেন। এ নিয়ে দুই উপজেলার কর্মকর্তাদের মধ্যে কয়েক দফা বৈঠকও হয়। অনেকে বলেন, উদ্ধারকৃত চাল মধুপুর উপজেলার। অভিযুক্ত আব্দুস সাত্তার মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য। ক্রেতা নুরুল ইসলাম ধনবাড়ীর ধোপাখালীর বাসিন্দা। ধনবাড়ী সীমায় অবস্থিত রাইস প্রসেসিং মিলটি মধুপুর উপজেলা থেকে রেজিস্ট্রিকৃত। চাল জব্দ করে মধুপুর উপজেলা প্রশাসন। সেকারণে কে তদন্ত করবে, কোন থানায় মামলা হবে- এসব বিষয় নিয়ে জটিলতা দেখা দেয়। কিন্তু ঘটনাস্থল ধনবাড়ী উপজেলার অর্ন্তভুক্ত হওয়ায় ধনবাড়ী উপজেলা দেখভাল করবেন বলে জানান মধুপুর উপজেলা প্রশাসন।

এদিকে, স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য তদবির চালায়। অবশেষে মধুপুর উপজেলা প্রশাসনই আইনগত ব্যবস্থা নেবে এমন সিদ্ধান্ত হয়। পরে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের হস্তক্ষেপে চাল চুরি ও পাচারের অভিযোগে ধনবাড়ী থানায় মামলা দায়ের হয়।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা জানান, ৭১ বস্তা চালের মধ্যে ২৪ বস্তা ফেয়ার প্রাইসের। বাকিটা ত্রাণসহ অন্যান্য খাতের। ঘটনাস্থল ধনবাড়ী উপজেলাধীন হওয়ায় জব্দকৃত চাল নিয়ে ধনবাড়ী থানায় মামলা হয়েছে। একটু জটিলতা থাকায় তদন্তে বেশি সময় লেগেছে।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চান মিয়া বাদির অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, অভিযোগে কিছুটা ভুলত্রুটি রয়েছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম জানান, চাল নিয়ে নয়-ছয়ে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। ওই বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ নেয়া হবে।

(আরকেপি/এসপি/জুন ১০, ২০২০)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test