E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নড়াইলে প্রতিপক্ষের হামলায় ৩ খুন

২০২০ জুন ১০ ১৮:১৬:১২
নড়াইলে প্রতিপক্ষের হামলায় ৩ খুন

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় দাঙ্গা কবলিত গন্ডব গ্রামে প্রতিপক্ষের হামলায় চাচা-ভাতিজাসহ ৩ জন খুন হয়েছে। এ সময় হামলায় ২০ জন আহত হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ, নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন চাচা গন্ডব গ্রামের মৃত মাজেদ মোল্যার ছেলে মোক্তার মোল্যা (৫৮) ভাতিজা একই গ্রামের মোন্তাজ মোল্যার ছেলে আমিনুর রহমান হাবিল মোল্যা(৫০), এবং সাইফার মোল্যার ছেলে রফিকুল মোল্যা (৩৪)। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের দাঙ্গা কবলিত গন্ডব গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিরাজ মোল্যা ও শরিফুল মোল্যা সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ বিপ্লব ও ছলেমান মেম্বর সমর্থিত লোকজনদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল বুধবার সকালে মিরাজ মোল্যা সমর্থিত ওই গ্রামের এএসআই ওসমান গনি(৪০)কে বিপ্লব সমর্থিত লোকজন মাদ্রাসার সামনে হামলা চালিয়ে গুরুত্বর আহত করে।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে। ওই এলাকায় পুলিশ থাকাকালীন সময়ে বিপ্লব সমর্থিত লোকজন ও হেলমেট পরিহিত একদল অজ্ঞাত ভাড়াটিয়া সন্ত্রাসীরা রামদা, ছ্যানদাসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে অর্তকিতভাবে মিরাজ মোল্যা সমর্থিত লোকজনদের উপর হামলা চালায় । হামলায় ঘটনাস্থলে আমিনুর রহমান হাবিল নিহত হয়। গুরুত্বর আহত মোক্তার মোল্যাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় এবং আহত রফিকুলকে নড়াইল সদর হাসপাতাল থেকে যশোর নেওয়ার পথে মারা যায় ।

এ ছাড়া গুরুতর আহত নজরুল মোল্যা, মিজান মোল্যা, জুয়েল মোল্যা, সাইফুল, খবির মোল্যা, নজির মোল্যা, ইকরাম শেখ, সৈয়দ সাব্বির, তানভীন, সুইট, সুগার, ওসমান, কিবরিয়া, সোহাগ মোল্যা, সুরুজ মোল্যা, ইনতাজ, আজাদ বিশ্বাস, লাকী বেগম, মাজেদা খানমকে খুলনা মেডিকেল কলেজ, নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, বুধবার গন্ডব গ্রামে দ্বন্ধ-সংঘাতের বিষয়ে শান্তি বৈঠকের কথা ছিল। এ কারনে সকাল থেকেই ওই গ্রামে পুলিশ মোতায়েয়ন ছিল । এর মধ্যে বিপ্লবের লোকজন প্রতিপক্ষ একজনের উপর হামলা করে । পরে এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ হয় । সংঘর্ষে মিরাজ মোল্যার পক্ষের তিনজন নিহত হয়েছে এবং অনেকেই আহত হয়েছে। খবর পেয়ে নড়াইলের পুলিশ সুপার জসিমউদ্দীন পিপিএম (বার)ঘটনাস্থল পরিদর্শন করেন।

(আরএম/এসপি/জুন ১০, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test