E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় শহীদ জননী শাহান আরা আবদুল্লাহ’র আত্মার শান্তি কামনায় বিষ্ণু মন্দিরে বিশেষ প্রার্থনা

২০২০ জুন ১১ ১৪:৪৬:৩০
আগৈলঝাড়ায় শহীদ জননী শাহান আরা আবদুল্লাহ’র আত্মার শান্তি কামনায় বিষ্ণু মন্দিরে বিশেষ প্রার্থনা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ‘৭৫ এর ১৫ আগস্ট কাল রাতের প্রত্যক্ষদর্শী, শহীদ জননী, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহান আরা আবদুল্লাহ’র বিদেহী আত্মার শান্তি কামনা করে আগৈলঝাড়ায় শোক ও স্মরণ সভা শেষে বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলা সদরের শ্রী শ্রী বিষ্ণু মন্দির কার্য নির্বাহিী কমিটির উদ্যোগে মন্দির প্রাঙ্গনে বিশেষ প্রার্থনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিষ্ণু মন্দির কমিটির সভাপতি প্রফুল্ল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র তপাদার, বাকাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মন্দির কমিটির সদস্য বিপুল দাস, সদস্য ক্ষিরোদ চন্দ্র হালদার, রাজ্যেশ্বর রায়, সেবায়েত ভোলানাথ মন্ডল, উত্তম রায় ও বিষ্ণু মন্দির কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ স্থানীয় ভক্তবৃন্দ।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, বরিশাল-১ আসনের সংসদ সদস্য, মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মিনী ও ’৭৫এর ১৫ আগষ্ট ঘাতকের হাতে শহীদ সুকান্ত আবদুল্লাহ ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মা, শহীদ জননী, বীর মুক্তিযোদ্ধা শাহান আরা আবদুল্লাহ ৭২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে গত রবিবার দিবাগত রাত সাড়ে এগারোটায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

(টিবি/এসপি/জুন ১১ , ২০২০)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test