E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জ কলেজে ছাত্রলীগের হামলা

২০১৪ আগস্ট ১২ ১৭:৩২:৫৯
গোবিন্দগঞ্জ কলেজে ছাত্রলীগের হামলা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজে ৪ ছাত্রলীগ কর্মী বহিস্কারের ঘটনায় কলেজে হামলা ও ভাংচুর চালিয়েছে বিক্ষুদ্ধ ছাত্রলীগ কর্মীরা। মঙ্গলবার ১টায় অতর্কিতভাবে বেশ কিছু ছাত্রলীগ কর্মী কলেজে ঢুকে অফিস কক্ষের দরজা-জানালা ভাংচুর করে। ঘটার পর কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

গত শনিবার কলেজে নবাগত ছাত্র-ছাত্রীদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম শেষে শিক্ষকদের সাথে অশালীন আচরণ ও বিশৃংঙলা সৃষ্টির অভিযোগে ছাত্রলীগ নেতা-কর্মী খছরু মিয়া, তজমুল ইসলাম রিপন, দিনুল ইসলাম শ্যামল ও এটিএম রায়হানকে বহিস্কার করে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনার পর গত রবিবার বিক্ষুদ্ধ ছাত্রলীগ কর্মীরা মিছিল করে কলেজ অধ্যক্ষকে ৪ বহিস্কৃত ছাত্রলীগ কর্মীকে বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে ২৪ ঘন্টার আল্টিমেটাম প্রদান করে। মঙ্গলবার দুপুরে আল্টিমেটামের সময়সীমা শেষ হলে বিক্ষুদ্ধ ছাত্রলীগ কর্মীরা কলেজে অতর্কিত হামলা চালায়।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ কালাম সুফি এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক জানান, গর্ভনিং বডির যৌথসভার সিদ্ধান্ত অনুযায়ী ৪ ছাত্রকে বহিস্কার করা হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বহিস্কৃত ছাত্রলীগ কর্মীরা কলেজের অফিস কক্ষে হামলা ও ভাংচুর করেছে। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্থুতি নিচ্ছে। থানার ওসি শাহজালাল মুন্সি জানান, কলেজ ক্যাম্পস হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(সিএম/এএস/আগস্ট ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test