E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লালপুরে নেশার টাকার জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা !

২০১৪ আগস্ট ১২ ১৮:০৫:৩১
লালপুরে নেশার টাকার জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা !

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার ধনঞ্জয়পাড়া গ্রামে স্বামী রুহুল আমিনের বিরুদ্ধে নেশার টাকার জন্য স্ত্রী চম্পা বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাতে স্বামীর নির্যাতনে চম্পা অচেতন হয়ে পড়লে তার মুখে বিষ ঢেলে দেওয়া হয় ।

স্থানীয়ভাবে চিকিৎসা দিয়েও তার কোন উন্নতি না হলে তাকে সংজ্ঞাহীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এঘটনায় স্বামী রুহুল আমিন , শ্বশুর মোস্তফা, শ্বাশুড়ি লিলু ও খালা শ্বাশুড়ি শরিফা বেগমকে আসামী করে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ ওই চার অভিযুক্তকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাত বছর আগে ৪০ হাজার টাকা যৌতুকের বিনিময়ে লালপুর উপজেলার দিওরপাড়া গ্রামের ফকির সর্দারের মেয়ে চম্পা খাতুনের (২৫) সঙ্গে ধনঞ্জয়পাড়া গ্রামের মোস্তফার ছেলে রুহুল আমিনের (২৮) বিয়ে হয়। বিয়ের পর থেকে নেশার টাকার জন্য চম্পাকে মারপিট করা হতো। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে লালপুর থানার ওসি আব্দুল হাই জানান, সোমবার সন্ধ্যায় রুহুল আমিন টাকা চেয়ে না পেয়ে স্ত্রী চম্পাকে বেধড়ক মারপিট করলে সে অচেতন হয়ে পড়ে। এসময় তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়। স্থানীয়ভাবে চিকিৎসা দিয়েও তার কোন উন্নতি না হলে তাকে সংজ্ঞাহীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় নিহত চম্পার মামা আব্দুল হাকিম বাদী হয়ে রুহল আমিন সহ চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এদিকে রাজশাহী থেকে মৃতদেহ নিয়ে বাড়ি এসে সটকে পড়ার সময় এলাকাবাসী রুহুল আমিনকে ধরে পুলিশে সোপর্দ করে আটক রুহুল আমিন স্ত্রীকে হত্যার অভিযোগ অস্বীকার করে জানান, ঝগড়াঝাটির একপর্যায়ে ঘরে থাকা কীটনাশক পান করে সে।
চম্পার মামাতো ভাই নাসির উদ্দিন জানায়, রুহুল আমিন গাঁজাসহ নানা ধরনের মাদক সেবনে অভ্যস্ত ছিল। টাকার জন্য সে প্রায় চম্পাকে মারপিট করতো। এছাড়া স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি ও খালা শ্বাশুড়ি মিলে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল।
লালপুর থানার ওসি আব্দুল হাই ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ পুলিশ হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।
(এমআর/এএস/আগস্ট ১২, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test