E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাভার-ধামরাইয়ে ‘রেডজোন’ চিহ্নিতকরণের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

২০২০ জুন ১৭ ১৪:১৮:৪১
সাভার-ধামরাইয়ে ‘রেডজোন’ চিহ্নিতকরণের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

তপু ঘোষাল (সাভার উপজেলা) : রাজধানীর সন্নিকটে সাভার ও ধামরাই উপজেলাকে এখনো রেডজোন হিসেবে চিহ্নিত করার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। তবে এ বিষয় নিয়ে আলাপ-আলোচনা চলছে। যেকোন সময় ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন ঢাকা জেলার সিভিল সার্জন ডাঃ আবু হোসেন মোঃ মঈনুল আহসান।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে ঢাকা জেলার সিভিল সার্জন এ তথ্য জানান।

ধামরাইয়ে রেড জোনের তালিকার বিষয়ে তিনি জানান, এটা আসলে আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত নয়। এটা পরিবর্তনও হতে পারে। ফলে এখনই সেটা উল্লেখযোগ্য নয়।

তিনি আরও বলেন, কোন উপজেলাকে রেডজোন হিসেবে চিহ্নিত করণের নিয়ম হল, গত ১৪ দিনে উপজেলার প্রতি ১ লাখ মানুষের বিপরীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা যদি হয় ১০ জন তাহলে ঐ উপজেলা রেডজোন হিসেবে চিহ্নিত হবে।

এছাড়া ইউনিয়ন বা ওয়ার্ড ভিত্তিক ভাবেও এ রেডজোন চিহ্নিত হবে। সেক্ষেত্রে কোন ইউনিয়নে বা ওয়ার্ডে যদি এর চেয়ে কম বা বেশি মানুষও থাকে তখন সেই সংখ্যাকে ১ লাখে ১০ জনের আনুপাতিক হারে হিসাব করে জোন চিহ্নিত করা হবে।

১ লাখে ৩-৯ জন মানুষ করোনা আক্রান্ত হলে ঐ স্থান ইয়েলো জোন, লাখে ১০ জন বা এর বেশি হলে রেডজোন এবং লাখে ৩ জনের কম হলে গ্রিন জোন হিসেবে চিহ্নিতকরণ করা হবে।

রেডজোন হিসেবে কোন এলাকা চিহ্নিত হলে, ঐ এলাকায় চলাচল বা জীবন যাপনের জন্য এসওপি (SOP- Standard Operating Protocol) স্ট্যান্ডার্ড অপারেটিং প্রটোকল মেনে চলতে হবে।

সকল বিভাগ যেমন স্বাস্থ্য বিভাগ, আইন শৃংখলা বিভাগ, ব্যাংকিং সেক্টর সকলের আলাদা এসওপি আছে। সকল বিভাগ তাদের এসওপি বা প্রটোকল মেনে কাজ করবে।

যেই এলাকা রেডজোনের আওতায় থাকবে সে এলাকায় কেউ ঢুকতে বা বের হতে পারবেনা। সেই এলাকায় সরকারী, আধা-সরকারী, বেসরকারী সকল কর্মরতদের সাধারণ ছুটি থাকবে বলেও নিশ্চিত করেছেন সিভিল সার্জন ঢাকা। কেউ ওয়ার্ক ফ্রম হোম চাইলে করতেই পারবে। তবে অফিসে যেতে পারবেনা।

যাদের ত্রাণ লাগবে তাদের ত্রাণ পৌছে দেয়া, দুস্থ রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা, স্যাম্পল কালেকশন করা সহ বেশ কিছু বিষয় নিয়ে কাজ চলছে।

এখন জুন মাস বা বাজেট প্রণোয়নের মাস, এটা ব্যাংকের জন্য ইয়ার ক্লোজিং মান্থ হওয়ায় এসময় ব্যাংক হয়ত ছুটির আওতার বাইরে থাকতে পারে বলেও জানান তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে সকলের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে জোনের ঘোষণা আসবে। জোন চিহ্নিত হলে এ নিয়ে চূড়ান্ত ঘোষনা দিবেন সিভিল সার্জন মোঃ মঈনুল আহসান। যদিও এ ঘোষণা কবে আসবে তা এখনো নিশ্চিত নন তিনি। তবে তার দেওয়া তথ্য মতে অতিদ্রুতই সিদ্ধান্ত আসবে।

(ওএস/এসপি/জুন ১৭, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test