E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরের ১১ এলাকা রেড জোন !   

২০২০ জুন ১৮ ২২:৫৭:১৭
দিনাজপুরের ১১ এলাকা রেড জোন !   

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দিনাজপুর শহরের ৪ টি এলাকাসহ জেলার ১১ টি এলাকা রেডজোন ঘোষণা করতে স্বাস্থ্য অধিদপ্তরকে পত্র দিয়েছে জেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি। 

কমিটির আহবায়ক দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম এবং সদস্য সচিব জেলা সিভিল সার্জন ডা . মো. আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত ওই প্ত্রটি ইতোমধ্যে ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরে পৌছেছে।

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দিনাজপুর শহরের ৪টি এলাকাসহ জেলার যে ১১ টি এলাকাকে ঝুকিপূর্ণ চিহ্নত করে রেডজোন ঘোষণার প্রস্তাবনা দেয়া হয়েছে, সেই এলাকাগুলো হলো শহরের প্রাণকেন্দ্র ষষ্টিতলা, হাউজিং মোড়, রামনগর এবং ৭ নং উপশহর।

অন্যাগুলো হলো, বিরল উপজেলার মাধববাটী, বোচাগঞ্জ উপজেলার শহীদ পাড়া, খানসামা উপজেলার ৪ নং খামারপাড়া ইউনিয়নের ভান্ডারদহ, চিরিরবন্দর উপজেলার ৪ নং ইউসবপুর ইউনিয়নের উত্তর সুখদেবপুর, পার্বতীপুর উপজেলার ৩ নং রামনগর ইউনিয়নের কাজীপাড়া,বিরামপুর উপজেলার চাঁদপুর এবং নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ী।

দিনাজপুর করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি'র সদস্য সচিব এবং জেলা সিভিল সার্জন ডা মো আব্দুল কুদ্দুস জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণ দেশের অন্যান্য ঝুকিপূর্ণ এলাকাগুলোর পাশাপাশি আমাদের দিনাজপুর জেলার ১১ টি ঝুকিপূর্ণ এলাকা রেডজোন ঘোষণা করে প্রয়োজনীয় নির্দেশনা দিবে স্বাস্থ্য অধিদপ্তর। তারপর যা যা করণীয় তা আমারা পালন করবো।

১১টি এলাকা রেডজোনের পাশাপাশি আরও ৯ টি এলাকা ইয়লো জোন ঘোষণা করতে স্বাস্থ্য অধিদপ্তরে পত্র দেয়া হয়েছে। এই এলাকাগুলোও প্রয়োজনে রেডজোন ঘোষণা করা হতে পারে বলেও জানিয়েছেন, সিভিল সার্জন ডা মো আব্দুল কুদ্দুস।

এদিকে জেলা শহরের চিহ্নিত ঝুকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে ষষ্টিতলা এলাকাটি স্থানীয় এলাকাবাসী আজ বৃহস্পতিবার দুপুরে লকডাউন করে দিয়েছে।

ফলে শহরের এই প্রাণকেন্দ্রটির রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষ যানবাহন চলাচল নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন।

(এস/এসপি/জুন ১৮, ২০২০)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test