E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনা মহামারীতে সচেতনতা সৃষ্টিতে চাটমোহরে গণশপথ

২০২০ জুন ১৯ ১৬:৪২:৪৩
করোনা মহামারীতে সচেতনতা সৃষ্টিতে চাটমোহরে গণশপথ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : করোনা মহামারীতে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাবনার চাটমোহরে শুক্রবার গণ-শপথ অনুষ্ঠিত হয়েছে। ফেসবুক গ্রুপ ‘চাটমোহর দর্পন’এর আয়োজনে স্থানীয় বালুচর খেলার মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এই শপথ অনুষ্ঠিত হয়।

‘চাটমোহর দর্পন’র এডমিন সঞ্জিত চক্রবর্তী সোনার সভাপতিত্বে ও সাংবাদিক বেলাল হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল হামিদ মাস্টার।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা করেন পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, পাবনা জেলা পরিষদ সদস্য মো. হেলাল উদ্দিন, সাইদুল ইসলাম পলাশ, হরিপুর ইউপি চেয়ারম্যান মো. মকবুল হোসেন, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ মতিন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, চেতনায় চাটমোহরের এডমিন জেমান আসাদ প্রমূখ।

শপথ গ্রহণ শেষে করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা ও আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। চেতনায় চাটমোহর, বিডি ক্লিন, হৃদয়ে ভাদরাসহ বিভিন্ন সংগঠণ এই কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করে অংশ গ্রহণ করে।

(এস/এসপি/জুন ১৯, ২০২০)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test