E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গলাচিপায় রথযাত্রা উৎসব পালিত

২০২০ জুন ২৩ ১৮:০২:৫৮
গলাচিপায় রথযাত্রা উৎসব পালিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় পৌরসভার কেন্দ্রীয় কালীবাড়ি থেকে মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে সামাজিক দূরত্ব বাজায় রেখে হিন্দু ধর্মলম্বী মানুষের মধ্যে রথযাত্রা উৎসব পালিত হয়। এ উৎসব পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সাহা বাড়িতে গিয়ে রথটি রাখা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালীবাড়ি কমিটির সভাপতি বাবু দিলীপ কুমার বনিক, সাধারন সম্পাদক তাপস দত্ত, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় সহ হিন্দু ধর্মাবলম্বী সাধারন ভক্তরা।

কালীবাড়ির পুরোহিত বাসুদেব চক্রবর্তী জানান, এ বছর আমরা ভিন্নভাবে এ রথযাত্রা উৎসব পালিত হয়েছে। নোভেল করোনা ভাইরাসের কারনে সরকারের নির্দেশনামত সামাজিক দূরত্ব বজায় রেখে রথযাত্রা উৎসব পালিত হয়েছে।

কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সভাপতি বাবু দিলীপ বনিক জানান, সরকারিভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে যতটুক করা সম্ভব সেভাবে সীমিত আকারে এ উৎসব পালিত হল। আমরা বিশ্বের শান্তি কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যারা করোনা ভাইরাসে মারা গেয়ে তাদের আত্মা যেন শান্তিতে থাকে এবং যারা আক্রান্ত আছে তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।


(এস/এসপি/জুন ২৩, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test