E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিহাতীতে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধনে সামাজিক দূরত্ব না থাকায় সমালোচনার ঝড় 

২০২০ জুন ২৩ ১৮:১৩:১৫
কালিহাতীতে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধনে সামাজিক দূরত্ব না থাকায় সমালোচনার ঝড় 

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে সামাজিক দূরত্ব না মেনে মানববন্ধন করেছেন উপজেলার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মরী। সোমবার ( ২২ জুন ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ প্রকাশ করায় তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। 

জানা যায়, কালিহাতীর সালেংকা গ্রামের আবু মুহাম্মদ জিন্নাহ নামে এক ব্যক্তি উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার বিরুদ্ধে ২৮ লাখ টাকার দুর্নীতির অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন(দুদক) টাঙ্গাইলের সমন্বিত কার্যালয়ে ১৭ জুন একটি লিখিত আবেদন করেন। ওই অভিযোগের সূত্র ধরে স্থানীয় ও জাতীয় কয়েকটি গণ্যমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এতে ক্ষুব্ধ হন ডা. সাইদুর রহমান। পরে সোমবার ওই সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে স্বাস্থ্য বিভাগের কর্মীরা।

এদিকে, উপজেলার সকল স্বাস্থ্যকর্মীদের ডেকে এনে সামজিক দূরত্ব না মেনে মানববন্ধন কর্মসূচি পালন করার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ সুধী মহলে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। মঙ্গলবার(২৩ জুন) বিষয়টি উপজেলায় ‘টক অব দ্যা টাউনে’ পরিণত হয়। এছাড়া মানবন্ধননের ব্যানারে ‘হলুদ সাংবাদিকতা’ শব্দ যোগ করায় উপজেলার সংবাদকর্মীরা ক্ষুব্দ হয়ে ওঠছেন। মানববন্ধনে উপস্থিত সাংবাদিকদের বিষয়টি নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ করেন।

কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দাস পবিত্র বলেন, ‘দুর্নীতির লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে। তারা মানববন্ধন করতেই পারেন। কিন্তু মানববন্ধনের ব্যানারে ‘হলুদ সাংবাদিকতা’ উল্লেখ করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম বলেন, সামাজিক দূরত্ব না মেনে ও গণমানুষের সেবা বন্ধ করে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন কর্মসূচি পালন করার বিষয়টি আমার জানা নেই। স্বাস্থ্য কর্মীদের এহেন কর্মসূচি নিয়ে আমি কোন মন্তব্য করতে চাইনা।

কালিহাতী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা বলেন, সারা পৃথিবী যেখানে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে ব্যস্ত। সেই সময়ে একজন স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতি আড়াল করতে সামাজিক দূরত্ব না মেনে ও সেবা বন্ধ করে মানববন্ধন করা অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি রাষ্ট্রীয়ভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার কয়েকজন স্বাস্থ্যকর্মী বলেন, আমাদেরকে মিটিংয়ের কথা বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেকে নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করানো হয়। দুপুর ১ টায় মানববন্ধন কর্মসূচির সময় নির্ধারণ করা হলেও স্বাস্থকর্মীরা সকাল থেকেই আসতে শুরু করেন। উপজেলার স্বাস্থ্য বিভাগের স্থানীয় কয়েকজন নেতার সাথে আলোচনা করে মানববন্ধনের সিদ্ধান্ত নেন স্বাস্থ্য কর্মকর্তা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, আমাকে নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা মানবন্ধন করেছেন। অনেক লোকের সামগম হওয়ায় সামাজিক দূরত্ব বজায় নাও থাকতে পারে। ‘স্বাস্থ্যকর্মীদের ডেকে এনে পুরো উপজেলার স্বাস্থ্য সেবা বন্ধ করে মানববন্ধন করা কতটুকু যুক্তিযুক্ত’- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুপুর ১.০০ টায় মানববন্ধন করা হয়েছে। সেবা কার্যক্রম বন্ধ ছিল না।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, আমাকে অবহিত করে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়নি। সামাজিক দূরত্ব না মেনে ও সেবা বন্ধ রেখে মানববন্ধন হয়ে থাকলে সেটা ঠিক হয়নি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(আরকেপি/এসপি/জুন ২৩, ২০২০)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test