E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'নবগ্রাম যুবসমাজ' এর স্বেচ্ছাসেবকদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

২০২০ জুন ২৭ ০০:৫৯:২৮
'নবগ্রাম যুবসমাজ' এর স্বেচ্ছাসেবকদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর জেলার অন্তর্গত ডাসার থানার নবগ্রাম ইউনিয়নের স্বনামধন্য সমাজসেবী সংগঠন 'নবগ্রাম যুবসমাজ' এর কিছু স্বেচ্ছাসেবকদের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। 'নবগ্রাম যুবসমাজ' এর কর্মীরা জানান, তাদের সংগঠনের উন্নয়নমূলক কাজে ঈর্ষান্বিত হয়ে মূলত রাজীব ভক্ত, পংকজ বালা, হরিসিৎ মল্লিক নামক কিছু সন্ত্রাসীরা নবগ্রাম যুবসমাজের আহ্বায়ক নৃপেন কুমার বৈদ্য, নবগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শিবশঙ্কর ভক্ত, স্বেচ্ছাসেবক নির্মল মন্ডল, শিপন হালদারসহ আরো অনেককে অতর্কিত হামলা করে এবং তারা আহত হন।

'নবগ্রাম যুবসমাজ' এর স্বেচ্ছাসেবকদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

প্রতক্ষ্যদর্শীরা জানান, এদের মধ্যে রাজীব ভক্ত, পংকজ বালা এবং হরসিৎ মল্লিক এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এদের নামে পূর্বেও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ আছে বলেও এরা অভিযোগ করেন। আহতরা স্থানীয় পর্যায়েই চিকিৎসা নিচ্ছেন। আহত নবগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শিবশঙ্কর ভক্ত জানান, 'সন্ত্রাসী রাজীব ভক্ত তার আপন ভাতিজা হলেও সে সন্ত্রাসী দলের নেতৃত্ব দেয় এবং তার কথা শোনেনা। এছাড়াও ঘটনাস্থলে নবগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান বিভূতি ভূষণ বাড়ৈও উপস্থিত ছিলেন বলে জানা যায়। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় নি।

ডাসার থানার ওসি'র সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত এবং তাৎক্ষণিক সংবাদের ভিত্তিতে তিনি একটি মোবাইল টিম পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে কোন পক্ষের কাছ থেকেই এখনও কোন লিখিত অভিযোগ তার কাছে জমা পড়ে নি, অভিযোগ জমা পড়লে তিনি ব্যবস্থা নিবেন বলেও আশ্বস্ত করেন। তিনি আরও জানান, এই দুপক্ষের বিবাদ বেশ পুরনো এবং তারা সর্বদা পরিস্থিতির খবর রাখছেন। কোন প্রকারেই যাতে পুনরায় কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তাতেও বেশ সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

এলাকাবাসীর পক্ষ থেকে জানা যায়, 'নবগ্রাম যুবসমাজ' সেখানে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে এবং প্রতিটা দুর্যোগে তারা সাহায্য নিয়ে গরীব দুঃখীর পাশে হাজির রয়েছে সর্বদা। তাই এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা।

(ওএস/পিএস/২৭ জুন, ২০২০ ইং)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test