E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় পৃথক দুটি হত্যা মামলার প্রধান দুই আসামিসহ গ্রেফতার ৩

২০২০ জুন ২৮ ১৫:৩৫:২৩
কাপাসিয়ায় পৃথক দুটি হত্যা মামলার প্রধান দুই আসামিসহ গ্রেফতার ৩

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়ায় চাঞ্চল্যকর দুটি হত্যা মামলার প্রধান দুই আসামী সহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ দুপুরে তাদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবারও শনিবার রাতে শ্রীপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কাপাসিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল মুমিন পিপিএম জানায়, গত বছরের নভেম্বর মাসে সিংহশ্রী ইউনিয়নের নয়ানগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে হত্যা করা হয় মানছুরকে।

অপরদিকে গত ১৭ই এপ্রিল বারিষাব ইউনিয়নের দামুয়ার চালা গ্রামে জমি সংক্রান্ত বিরোধে খুন হন শাহজাহান। মামলা দুটির অন্যান্য আসামী গ্রেফতার হলেও অধরা রয়ে যায় প্রধান আসামীরা। গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল শুক্রবার রাতে শ্রীপুর উপজেলার বরমী বাজার এলাকার আফাজ মিলিটারির বাড়ি থেকে মানছুর হত্যা মামলার প্রধান আসামী রবিউল আওয়াল (৫০) ও একই উপজেলার এমসি এলাকা থেকে শাহজাহান হত্যা মামলার প্রধান আসামী রমজান আলী (৩৫) ও তার স্ত্রী একই মামলার সাত নং আসামী মমতাজ বেগম (৩০) কে গ্রেফতার কারাহয়। আসামীরা আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানায়, অপরাধীরা যত শক্তিশালী হউক না কেন, আর যেখানেই থাকুক সকল আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে।

(এসকেডি/এসপি/জুন ২৮, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test