E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোংলা পোর্ট পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

২০২০ জুন ২৯ ১৮:৩০:৪২
মোংলা পোর্ট পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ২০২০-২০২১ইং অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে পৌরসভা কর্তৃপক্ষের মিলনায়তনে ১শত ২ কোটি ৫ লাখ ৭৪ হাজার ৫০৬ টাকার এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. জুলফিকার আলী। বাজেটে আয় ধরা হয়েছে ১শত ২ কোটি ৫ লাখ ৭৪ হাজার ৫০৬ টাকা আর ব্যয়ও ধরা হয়েছে ১শত ২ কোটি ৫ লাখ ৭৪ হাজার ৫০৬ টাকা। বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ৫৬ লাখ ৯৪ হাজার ৫০৬ টাকা। এ বছরের বাজেটে করোনাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে স্বাস্থ্য খাতে বেশি ব্যয় ধরা হয়েছে। এছাড়া সংস্থাপন ও শিক্ষাসহ ৯ টি খাতকেও প্রাধান্য দেয়া হয়েছে এ অর্থ বছরের বাজেট পরিকল্পনায়। এছাড়া ট্যাক্সেস ও উন্নয়নখাত ব্যতিত সরকারী অনুদানসহ ৯ টি খাতে সর্বোচ্চ আয় ধরা হয়েছে।  

বাজেট অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার সচিব অমল কৃঞ্চ সাহা। অনুষ্ঠানে পৌর কাউন্সিলর মো. আলাউদ্দিন, মো. রাজ্জাক, মো. ইমান হোসেন, মো. ইউনুছ আলী, মো. খোরশেদ আলম, পৌর কর্মকর্তা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

(এসএকে/এসপি/জুন ২৯, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test