E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে নতুন ৭ জন নিয়ে করোনা আক্রান্ত ৫৭৩ জন

২০২০ জুলাই ০১ ১৮:৩১:৫৭
জামালপুরে নতুন ৭ জন নিয়ে করোনা আক্রান্ত ৫৭৩ জন

জামালপুর প্রতিনিধি : নতুন আক্রান্ত ৭ জন নিয়ে ৫৭৩ জনে দাঁড়াল জামালপুরে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন ৭ জনের মধ্যে সদর উপজেলায় ৫ জন ও ইসলামপুর উপজেলায় ২ জন। অন্যদিকে সুস্থ হয়েছে ২৩৮ জন এবং মৃত্যুবরণ করেছে নয়জন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন এবং মৃত ব্যক্তির নমুনা পরীক্ষার প্রতিবেদনে চারজনের করোনাভাইরাস পজিটিভ এসেছিল।

বুধবার (১ জুলাই) দুপুরে এ প্রতিবেদককে এসব তথ্য নিশ্চিত করেছে জামালপুর স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, মঙ্গলবার (৩০ জুন) জামালপুরে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তারমধ্যে ৭ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।

এ পর্যন্ত জামালপুরে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ২০৭ জন, ইসলামপুর উপজেলায় ১০৬ জন, মেলান্দহ উপজেলায় ৭৮ জন, বকশীগঞ্জ উপজেলায় ৫৩ জন, সরিষাবাড়ী উপজেলায় ৫৩ জন, দেওয়ানগঞ্জে উপজেলায় ৩৬ জন ও মাদারগঞ্জ উপজেলায় ৪০ জন।

সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, জেলায় সর্বশেষ ১৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ১৩ জন ও ৩১০ জন হোম আইসোলেশনে রয়েছেন। এছাড়া মোট ১ হাজার ৭৩৭ জন হোম কোয়ারেন্টাইনের মধ্যে ছাড়পত্র পেয়েছে এক হাজার ৫৩৭ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২শ জন। জেলা সদরসহ সাতটি উপজেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ছয় হাজার ৪৮৪টি।

(আরআর/এসপি/জুলাই ০১, ২০২০)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test