E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্ত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টায় পুলিশ স্বামী জেলহাজতে

২০২০ জুলাই ০১ ২৩:৩৮:৩৮
স্ত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টায় পুলিশ স্বামী জেলহাজতে

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে স্ত্রীকে পেট্টোল দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টায় অভিযুক্ত পুলিশ স্বামী শোভন আহমেদ ওরফে প্রকাশ প্রেমানন্দকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ জুন) মধ্যরাতে দেওয়ানগঞ্জ পৌরসভার বাজারীপাড়ায় ঘটা এ ঘটনায় ওই রাতেই অভিযুক্ত স্বামীকে দেওয়ানগঞ্জ থানা পুলিশ আটকের পর আজ (১ জুলাই) আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠান।

শরীর ঝলসে যাওয়া স্ত্রী এনজিও কর্মী ইয়াছমিন আক্তার রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও নির্যাতিতার পারিবারিক সূত্র জানায়, নেত্রকোণা জেলার নবাব আলীর মেয়ে ইয়াছমিন আক্তারকে ৫ বৎসর আগে পুলিশ কনস্টেবল শোভন আহমেদ বিয়ে করেন। নও মুসলিম এ পুলিশ সদস্যের আগের নাম প্রকাশ প্রেমানন্দ। তিনি শেরপুর জেলার শ্রীবর্দ্দী থানায় কর্মরত।

অপরদিকে তার স্ত্রী ইয়াছমিন আক্তার ব্র্যাক (এনজিও) কর্মী হিসেবে দেওয়ানগঞ্জ শাখায় কর্মরত। স্বামী-স্ত্রী মিলে তারা দেওয়ানগঞ্জ পৌরসভার বাজারীপাড়ার আবুল কালাম আজাদের বাড়িতে ভাড়া থাকতেন।

মঙ্গলবার মধ্যরাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। এ নিয়ে পুলিশ কনস্টেবল শোভন আহমেদ তার স্ত্রী ইয়াছমিন আক্তারকে হত্যার উদ্দেশ্যে তার গায়ে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এসময় ইয়াছমিনের চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে। বর্তমানে তিনি রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এম ময়নুলইসলাম জানান, এ ঘটনায় নির্যাতিতার বড়বোন হাজেরা বেগম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার রাতেই অভিযুক্ত পুলিশ সদস্য শোভন আহমেদকে আটক করে জেলহাজতের জন্য বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

(আরআর/এসপি/জুলাই ০১, ২০২০)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test