E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপানের দাবিতে মানববন্ধন

২০২০ জুলাই ০৬ ১২:০৪:৫৫
সাতক্ষীরায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপানের দাবিতে মানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের পাকাপুলের উপর সাতক্ষীরা সচেতন নাগরিক সমাজের ব্যান্যারে এ কর্মসুচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে ওয়ান লাইন পোর্টাল নিউজ ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ ওয়ার্কার্স পাটির সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার শীল, পৌর শাখার সভাপতি অধ্যক্ষ শিবপদ গাইন, সিপিবি’র সাতক্ষীরা জেলা শাখার সম্পাদক মশিউর রহমান পলাশ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি রাশেদুজ্জামান রাশি, প্রথম আলো বন্ধু সভার সভাপতি জাহিদা জাহান, সহসভাপতি আবুল হোসেন, গ্রাম ডাক্তার শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরায় করোনা পরিস্থিতি ক্রমশঃ ভয়াবহ আকার ধারণ করছে। খুলনা পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার চাপ বেশি থাকায় মাছে মাঝে নমুনা সংগ্রহ বন্ধ রাখতে হয়েছিল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে।

বর্তমানে যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হলেও ল্যাবের ক্ষমতার বাইরে নমুনা সংগ্রহীত হওয়ায় সেখানেও নমুনা পরীক্ষা যথাযথভাবে করা যাচ্ছে না। এ হেন সাতক্ষীরাবাসিকে বাঁচাতে মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন জরুরী হয়ে পড়েছে। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রি ও প্রধাণ মন্ত্রির দৃষ্টি আকর্ষণ করা হয়।

(আরকে/এসপি/জুলাই ০৬, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test