E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

চাটমোহরে মহিলা বিষয়ক কর্মকর্তা সহ ৩ জনের করোনা শনাক্ত

২০২০ জুলাই ০৭ ১৮:৩২:০৬
চাটমোহরে মহিলা বিষয়ক কর্মকর্তা সহ ৩ জনের করোনা শনাক্ত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ আরো তিন জনের করেনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চাটমোহর উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৮ জনে।

আক্রান্তদের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, তার বয়স ৫০ বছর। তিনি ৪ জুলাই নমুনা দিয়ে ৬ জুলাই রাতে তার পজেটিভ ফলাফল আসে।

অপর দু’জনের বাড়ি উপজেলা ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ী গ্রামে। আক্রান্ত একজনের বয়স ৪০ বছর, অন্যজনের বয়স ২১ বছর। গত ৪ জুলাই তারা চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিয়েছিলেন। বর্তমানে সবাই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারিন্টিনে আছেন এবং সুস্থ্য আছেন।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ওমর ফারুক বুলবুল মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টায় এ তথ্য নিশ্চিত করেন।

(এস/এসপি/জুলাই ০৭, ২০২০)

পাঠকের মতামত:

১২ আগস্ট ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test